Open Bathing | Kumbh Bathing Video: নারীদেহ ডুব দিলেই ভাইরাল! ২ হাজারে বিক্রি হচ্ছে মহাকুম্ভে স্নানের বেআব্রু ভিডিয়ো...

Viral Kumbh Bathing Video: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নদীর তীরে মহিলাদের স্নান এবং পোশাক পরিবর্তনের অসংখ্য ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।  

Feb 19, 2025, 21:03 PM IST
1/7

ধাক্কা খেতে খেতে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মনে করুন আপনি একজন মহিলা। কয়েকশো কিলোমিটার হেঁটে, নিজের লাগেজ বগলে করে, ধাক্কা খেতে খেতে পৌঁছলেন পবিত্র মহাকুম্ভে। মনে আশা চোখে শ্রদ্ধার সঙ্গে তৈরি হয়েছেন কুম্ভের সংগমস্থলে ডুব দেওয়ার জন্য। 

2/7

ওঁত পেতে

কিন্তু আপনি যদি জানতে পারেন সেখানেই আপনার জন্য ওঁত পেতে রয়েছে ভয়ংকর সর্বনাশ। তাহলে আপনি কি আর যাবেন? 

3/7

সর্বনাশ

আর যেমন তেমন সর্বনাশ না। বিভিন্ন আঙ্গেল থেকে আপনার স্নানের মুহূর্ত ভাইরাল করার মতন সর্বনাশ।

4/7

টেলিগ্রাম

সর্বভারতীয় সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, সোশ্যাল মিডিয়া এবং টেলিগ্রামে মহিলাদের খোলামেলা স্নানের ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে। 

5/7

৩০০০ হাজার টাকা

শুধু তাই নয়, হাজার থেকে শুরু করে ৩০০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে সেই সমস্ত ছবি এবং ভিডিয়ো। 

6/7

সোশ্যাল মিডিয়া

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নদীর তীরে মহিলাদের স্নান এবং পোশাক পরিবর্তনের অসংখ্য ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। এইসব ভিডিয়োর লিংক অনেকগুলো মানুষকে টেলিগ্রামে নিয়ে যাচ্ছে, যেখানে মহিলাদের স্নানের পূর্ণ ভিডিয়ো দেখার দাবি করা হয়। এবং তারপর চাওয়া হচ্ছে টাকা। 

7/7

সিসিটিভি ফুটেজ

মহিলাদের স্নান করার ভিডিয়ো ও ছবি ছাড়াও, এই টেলিগ্রাম চ্যানেলগুলোতে সিসিটিভি ফুটেজও পাওয়া যায়, যেখানে মহিলাদের ডাক্তার বা নার্স দ্বারা পরীক্ষা করা হচ্ছে অনেক জায়গায় তাঁদের ব্যক্তিগত অংশ চিকিত্সা বা পরীক্ষা হতে দেখা যায়।