এসআইপি-র মাধ্যমে ৫,০০০ টাকা বিনিয়োগ করে হোন ১.৭ কোটির মালিক!
Jan 12, 2019, 21:54 PM IST
1/7
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি করলে নির্দিষ্ট সময়ে লক্ষ্য ছুঁতে পারেন বিনিয়োগকারীরা।
2/7
এসআইপি-র মাধ্যমে একটা নির্দিষ্ট অর্থ বিনিয়োগ করতে হয়। এই প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেটে যায় টাকা। বাজারের উপর নির্ভর করছে ইউনিট। বাজারে নিম্নগামী হলে অতিরিক্ত ইউনিট ক্রয় করা সম্ভব হয়। ফলে লাভবান হন বিনিয়োগকারীরা।
photos
TRENDING NOW
3/7
আপনার বয়স ২৫ বছর হলে শুরু করে দিন ইক্যুইটি ফান্ডে মাসিক বিনিয়োগ। প্রতি মাসে বিনিয়োগ করুন ৫ হাজার টাকা।
4/7
বছরে মেলে ১২ শতাংশ রিটার্ন। ৫৫ বছর পর্যন্ত চালু রাখুন বিনিয়োগ। ৩০ বছরের বিনিয়োগে আপনি জমাতে পারবেন ১.৭ কোটি টাকা।
5/7
মাঝপথে এসআইপি বন্ধ করে দেবেন না। এরফলে ধাক্কা খেতে পারে বিনিয়োগের নিরন্তর প্রক্রিয়া। লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত বিনিয়োগ তুলবেন না।
6/7
নির্দিষ্ট সময় অন্তর আপনার বিনিয়োগ পর্যালোচনা করুন। যে ফান্ড তেমন ভাল করছে না, সেটি ছেড়ে বেরিয়ে আসতে হবে। কোটি টাকার লক্ষ্যে পৌঁছতে গেলে নিয়মিত পর্যালোচনা অত্যন্ত জরুরি।
7/7
শেয়ার বাজারে বিনিয়োগ করলে ঝুঁকি অনেকটা বেশি। কিন্তু আপনার যদি দীর্ঘমেয়াদি ভাবনা থাকে তবে এআইপি সেরা বিকল্প।