‘কাশ্মীরে গণভোট নিতে হবে ভারতকে’, খোলস ছেড়ে বেরিয়ে আসছেন ইমরান

Dec 17, 2018, 13:46 PM IST
1/5

S 5

S 5

কাশ্মীর নিয়ে প্ররোচনা দেওয়ায় ক্লান্তি নেই পাকিস্তানের। সেই রাস্তায় হাঁটলেন ইমরানও। ক্ষমতায় এসে ধীরে ধীরে খোসল ছেড়ে বেরতে শুরু করেছেন পাক প্রধানমন্ত্রী। রবিবার কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ইমরান।

2/5

S 4

S 4

শনিবার কাশ্মীরের পুলওয়ামায় এক এনকাউন্টার চলার সময়ে মৃত্যু হয় সাত সাধারণ নাগরিকের। সেই ঘটনা নিয়ে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ইমরান। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তিনি কাশ্মীরের বিষয়টি তোলার হুমকিও দিয়েছেন।

3/5

S 3

S 3

রবিবার টুইটারে ইমরান লেখেন, পুলওয়ামায় নিরীহ মানুষদের হত্যার তীব্র নিন্দা করছি। খুন দিয়ে কাশ্মীর সমস্যার সমাধান করা যাবে না। ভারতের এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আমার রাষ্ট্রসংঘে তুলব। জম্মু ও কাশ্মীরে যে গণভোট হওয়ার কথা ছিল তা পুরণ করতে হবে ভারতকে।

4/5

S 2

S 2

পুলওয়ামার ঘটনার নিন্দা করে ইমরান লিখেছেন কাশ্মীরের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করার ভার তাদের ওপরেই ছেড়ে দিতে হবে।

5/5

s 1

s 1

কিছুদিন আগেই করতারপুর করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ইমরান খানই বলেছিলেন, দুদেশের সদিচ্ছা থাকলে কাশ্মীর কোনও ইস্যুই নয়। এমনিতেই সমাধান হয়ে যাবে। সেই ইমরান পাল্টি খেয়ে এখন বলছেন নতুন কথা।