Guillain Barre Syndrome: ভয় ধরাচ্ছে গিয়ান বার সিন্ড্রোম, কীভাবে চিকিত্সা, নয়া নির্দেশিকা পাঠাল স্বাস্থ্যভবন
1/5
গিয়ান বার
2/5
স্বাস্থ্যভবনে বৈঠক
photos
TRENDING NOW
3/5
মৃত্যু আর নয়
4/5
আপডেট দিতে হবে
5/5
প্লাজমা থেরাপি
শিশুদের জন্য ২টি ও বড়দের জন্য ২ বেড যেন নির্দিষ্ট থাকে। এই রোগের চিকিত্সায় যে ইন্টারভেনাস ইমিউনো গ্লোবিউলিন ইঞ্জকশন দেওয়া হয় এবং প্লাজমা থেরাপি ব্যবহার করা হয়। অযথা যেন ওই দুই পদক্ষেপ করা না হয় তা বলে হয়েছে।যে রোগীর ক্ষেত্রে প্রয়োজন রয়েছে তাকেই যেন ওই ওষুধ দেওয়া হয়। আইসিইউকে কাউকে রাখা হলে কীভাবে চিকিত্সা হবে তার একটা প্রটোকল তৈরি করে দেওয়া হয়েছে। এনিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা হাসপাতালগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। -তথ্য-অয়ন শর্মা
photos