Bangladesh Saraswati Puja: বদলের বাংলাদেশে কীভাবে পালিত হচ্ছে সরস্বতী পুজো?

Saraswati Puja in Bangladesh: রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নানা আয়োজনে সরস্বতী পুজোর আয়োজন করেছে ঢাকা মহানগর সার্বজনীন পুজো কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়েও অস্থায়ী মণ্ডপে পুজোর আয়োজন করা হয়েছে।    

Feb 03, 2025, 13:44 PM IST
1/5

বাংলেদশে সরস্বতী পুজো!

Bangladesh Saraswati Puja

সেলিম রেজা, ঢাকা: আজ সরস্বতী পুজো। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। দেবী সরস্বতীকে বিদ্যা, জ্ঞান, কলা ও শুদ্ধতার প্রতীক হিসেবে পুজো করা হয়। সনাতন শাস্ত্রমতে, চতুর্ভূজা ব্রহ্মার মুখ থেকে আভির্ভূতা শুভ্রবর্ণা বীণাধারিণী দেবীই হলেন সরস্বতী। বাংলা বর্ষের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। এই তিথি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।   

2/5

বাংলেদশে সরস্বতী পুজো!

Bangladesh Saraswati Puja

আজ নানা আচারে সরস্বতী দেবীর পুজো, আরাধনা করে তার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকবর্তিতার পথ দেখাতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তার ভক্তরা। সারা বাংলাদেশের মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ ও হাসপাতাল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অস্থায়ী মণ্ডপ, পাড়া-মহল্লায় এবং ব্যক্তিগত উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল আনন্দের মধ্য দিয়ে মহাসমারোহে পুজোর আয়োজন করা হয়েছে। মন্দির ও মণ্ডপগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে।  

3/5

বাংলেদশে সরস্বতী পুজো!

Bangladesh Saraswati Puja

সরস্বতী পুজোয় ফুল, আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ এমন নানা উপাচার ব্যবহার করা হয়। এদিন সনাতন ধর্মাবলম্বীদের শিশুদের হাতেখড়ি সহ পিতৃতর্পণ (পূর্বপুরুষদের স্মরণ করা) ও ব্রাহ্মণভোজন হবে। এ ছাড়া সরস্বতী পুজো মণ্ডপগুলোয় প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নানা আয়োজনে সরস্বতী পুজোর আয়োজন করেছে ঢাকা মহানগর সার্বজনীন পুজো কমিটি।   

4/5

বাংলেদশে সরস্বতী পুজো!

Bangladesh Saraswati Puja

এ ছাড়া ঢাকার রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দির, ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিকেল কলেজ, হাসপাতাল সহ পুরানো ঢাকার শাঁখারিবাজার, তাঁতিবাজারে বিভিন্ন মন্দির ও অস্থায়ী মণ্ডপে এই পুজোর আয়োজন করা হয়েছে। ঢাকার সনাতন ধর্মাবলম্বীদের অনেকে বাসাবাড়িতেও এই পুজোর আয়োজন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হল প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের উদ্যোগে ৬০টির বেশি অস্থায়ী মণ্ডপে পুজোর আয়োজন করা হয়েছে।  

5/5

বাংলেদশে সরস্বতী পুজো!

Bangladesh Saraswati Puja

ঢাকা মহানগর পুজো উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানান, ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ বিভিন্ন মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লাসহ ব্যক্তিগত উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। বিপুল আনন্দের মাধ্যমে পুজো অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।