রান্নার গ্যাস বুকিং-এর নম্বর বদলাচ্ছে পয়লা নভেম্বর থেকে, নতুন নম্বর জেনে নিন এখনই

Oct 24, 2020, 17:14 PM IST
1/5

নিয়মে বদল। এতদিন ধরে যে নম্বরে ফোন করে Indane- এর গ্যাস বুকিং করতেন, সেটি বদলে গিয়েছে। অর্থাত্, পুরনো নম্বরে ফোন করলে আর গ্যাস বুকিং হবে না। ১লা নভেম্বর থেকে ফোন করতে হবে নতুন নম্বরে।

2/5

রান্নার গ্যাস বন্টনের ক্ষেত্রে একের পর এক নিয়মের বদল করেছে সরকার। এবার গ্যাস সংস্থাগুলিও বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একাধিক বদল আনতে চলেছে। ফলে সবাইকেই সেই নিয়ম মানতে হবে। 

3/5

পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর-এই তিনটি রাজ্যের ইন্ডেন গ্যাসের গ্রাহকরা পয়লা নভেম্বর থেকে 9088324365 নম্বরে ফোন করে গ্যাস বুকিং করতে পারবেন না। 

4/5

পয়লা নভেম্বর থেকে নতুন মোবাইল নম্বর 7718955555-এ ফোন করে গ্যাস বুকিং করতে হবে। ইন্ডেন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন (ওয়েস্ট বেঙ্গল)- এদিন জানিয়েছে এমনটাই।

5/5

ভর্তুকি, ভর্তুকিহীন এবং বাণিজ্যিক- সবরকম গ্যাস সিলিন্ডর বুকিং করতে হবে এই নতুন নম্বরে ফোন করে। যদিও অন্য গ্যাস সরবরাহ করা সংস্থাগুলি সিলিন্ডার বুকিং করার ফোন নম্বরে কোনও বদল করেনি বলে জানা যাচ্ছে।