1/6
হার্দিক পাণ্ডিয়া
নিজস্ব প্রতিবেদন: আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে আসন্ন জোড়া টি-২০ ম্যাচে ভারতের অধিনায়ক নির্বাচিত হলেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিককে ক্যাপ্টেন করেই গত বুধবার আয়ারল্যান্ডের জন্য ১৬ সদস্যের দল বেছে নিয়েছেন নির্বাচকরা। দেখতে গেলে বিগত ১২ মাসে এই নিয়ে ভারত ৬ জন টি-২০ অধিনায়ককে পরখ করে দেখল। অথচ দুয়ারে টি-২০ বিশ্বকাপ! অস্ট্রেলিয়ার মাটিতে ভারত খেলবে আইসিসি-র শো পিস ইভেন্টে। কেএল রাহুলের পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে ঋষভ পন্থের হাতে। তাঁর ডেপুটি হয়েছেন হার্দিক। পন্থ আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন না বলেই হার্দিক অধিনায়ক।
2/6
শিখর ধাওয়ান
photos
TRENDING NOW
3/6
বিরাট কোহলি
4/6
রোহিত শর্মা
5/6
কেএল রাহুল
দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত চোটের জন্য ছিটকে যাওয়ায় কেএল রাহুল তিনটি ওয়ানডে ম্যাচের জন্য অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। নিজেদের ঘরের মাঠে প্রোটিয়া বাহিনী রাহুলের দলকে হোয়াইটওয়াশ করে। যদিও রাহুল ব্যাটার হিসাবে দারুণ পারফর্ম করে। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ক্যাপ্টেন বাছা হয়েছিল রাহুলকে। কিন্তু চোটের জন্য রাহুল ছিটকে যাওয়ায় দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ।
6/6
ঋষভ পন্থ
photos