রেলের ভাড়ায় বিশেষ ছাড়, জেনে নিন কারা পান এই সুযোগ

Aug 05, 2018, 20:43 PM IST
1/7

S 7

বিভিন্ন ক্ষেত্রে ‌যাত্রীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় দিয়ে থাকে ভারতীয় রেল। বয়স্ক নাগরিক, ছাত্র, রোগী, বিকলাঙ্গ, বিশিষ্ট খেতাব প্রাপক, ‌যুদ্ধে নিহত সৈনিকের স্ত্রী, খেলোয়াড় সহ অনেকেই এই সুবিধে পেয়ে থাকেন। ভাড়ায় ছাড় পাওয়া ‌যায় ১০-১০০ শতাংশ প‌র্যন্ত।

বিভিন্ন ক্ষেত্রে ‌যাত্রীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় দিয়ে থাকে ভারতীয় রেল। বয়স্ক নাগরিক, ছাত্র, রোগী, বিকলাঙ্গ, বিশিষ্ট খেতাব প্রাপক, ‌যুদ্ধে নিহত সৈনিকের স্ত্রী, খেলোয়াড় সহ অনেকেই এই সুবিধে পেয়ে থাকেন। ভাড়ায় ছাড় পাওয়া ‌যায় ১০-১০০ শতাংশ প‌র্যন্ত।

2/7

S 6

রাজধানী, শতাব্দী সহ বিভিন্ন ট্রেনে প্রেসিডেন্টের মেডেল ও পুলিস মেডেল প্রাপকদের রেলভাড়ায় পুরুষদের ক্ষেত্রে ৫০ শতাংশ ও মহিলাদের ক্ষেত্রে ৬০ শতাংশ ছাড় দেয় রেল।

রাজধানী, শতাব্দী সহ বিভিন্ন ট্রেনে প্রেসিডেন্টের মেডেল ও পুলিস মেডেল প্রাপকদের রেলভাড়ায় পুরুষদের ক্ষেত্রে ৫০ শতাংশ ও মহিলাদের ক্ষেত্রে ৬০ শতাংশ ছাড় দেয় রেল।

3/7

S 5

রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষকরা সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাসের টিকিটে ৫০ শতাংশ ছাড় পেয়ে থাকেন।

রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষকরা সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাসের টিকিটে ৫০ শতাংশ ছাড় পেয়ে থাকেন।

4/7

S 4

শহিদ সৈনিকদের বিধবাদের জন্য রয়েছে ছাড়ের ব্যবস্থা। এক্ষেত্রে সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাসের ভাড়ায় ৭৫ শতাংশ ছাড় দেয় রেল।

শহিদ সৈনিকদের বিধবাদের জন্য রয়েছে ছাড়ের ব্যবস্থা। এক্ষেত্রে সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাসের ভাড়ায় ৭৫ শতাংশ ছাড় দেয় রেল।

5/7

S 3

জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত পুলিস কর্মী ও আধাসেনার স্ত্রীও রেলের ভাড়ায় ৭৫ শতাংশ ছাড় পেয়ে থাকেন।

জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত পুলিস কর্মী ও আধাসেনার স্ত্রীও রেলের ভাড়ায় ৭৫ শতাংশ ছাড় পেয়ে থাকেন।

6/7

S 2

১৯৯৯ সালে কার্গিলে অপারেশন বিজয়-এ নিহত সৈনিকদের স্ত্রীরাও রেল ভাড়ায় পেয়ে থাকেন ৭৫ শতাংশ ছাড়। ওই সু‌যোগ দেওয়া হয় সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাসের জন্য।

১৯৯৯ সালে কার্গিলে অপারেশন বিজয়-এ নিহত সৈনিকদের স্ত্রীরাও রেল ভাড়ায় পেয়ে থাকেন ৭৫ শতাংশ ছাড়। ওই সু‌যোগ দেওয়া হয় সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাসের জন্য।

7/7

S 1

অ্যালোপাথি চিকিৎসকরা রেলভাড়ায় পেয়ে থাকেন ১০ শতাংশ ছাড়।নার্সরা পেয়ে থাকেন ২৫ শতাংশ ছাড়।

অ্যালোপাথি চিকিৎসকরা রেলভাড়ায় পেয়ে থাকেন ১০ শতাংশ ছাড়।নার্সরা পেয়ে থাকেন ২৫ শতাংশ ছাড়।