মাথার ওপরে কাচের ছাদ, কালকা-সিমলা ট্রেন সফরে প্রকৃতি যেন এবার আরও কাছে

Dec 09, 2018, 17:21 PM IST
1/5

S 5

S 5

মুম্বই-গোয়া, বিশাখাপত্তনম-আরাকুর পর এবার কালকা-সিমলা রুটে ভিস্তাডোম কোচ চালু করছে রেল। আাগামী ১১ ডিসেম্বর থেকে নিয়মিত চলবে ওই ট্রেন।

2/5

S 4

S 4

এই কোচের বিশেষত্ব হল এর ছাদ কাচ দিয়ে ঢাকা। ফলে কালকা-সিমলা রুটে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখেতে পৌঁছে যেতে পারবেন সিমলায়।

3/5

S 3

S 3

এই রুটে ভাড়ে খুবই কম। বড়দের ক্ষেত্রে ভাড়া ১৩০ টাকা ও ছোটদের জন্য দিতে হবে ৭৫ টাকা।

4/5

S 2

S 2

এই ধরনের কোচ তৈরি হয়েছে ভারতেই। খরচ হয়েছে ১০ লাখ টাকা। এই ধরেনর এসি কোচে ভাড় পড়ে ৫০০ টাকা।

5/5

s 1

s 1

আপাতত এই কালকা-সিমলা রুটে এই ট্রেন চলবে ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে। প্রতিটি কোচে থাকছে ৩৬টি আসন।