সোমবার থেকে চলবে ২০০ স্পেশাল ট্রেন, টিটি-দের জন্য চালু হচ্ছে বিশেষ নিয়ম
May 31, 2020, 17:32 PM IST
1/6
1
লকডাউন ৪ এর মধ্যেই তিরিশটি ট্রেন চালাতে শুরু করেছে রেল। পাশাপাশি চলছে শ্রমিক স্পেশালও। তবে পরিকল্পনা মতো আগামিকাল সোমবার থেকে চলবে ২০০ স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন। তবে এইসব ট্রেনের যাত্রী ও রেলকর্মীদের জন্য জারি করা হয়েছে নতুন নিয়ম।
2/6
2
টিটি-রা কালো কোট পরতে পারবেন না। তবে তাদের নামের ট্যাগ জামাতে থাকবে।
photos
TRENDING NOW
3/6
3
টিটি-র টিকিট বা ফোনে ই-টিকিট হাতে নিয়ে দেখতে পারবেন না। তার পরিবর্তে ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে দূর থেকে তারা টিকিট চেক করবেন।
4/6
4
কাল থেকে চলবে এসি ও নন এসি কোচ। চলবে ১৫ জোড়া এসি ট্রেন।
5/6
5
স্টেশনে কেটারিং ও ভেন্ডিং ইউনিট থাকবে না।
6/6
6
ট্রেনে প্যাকটের খাবার পাওয়া যাবে। যাত্রীদের জন্য সোশ্যাল ডিসট্যানসিং সহ অন্যান্য নিয়ম বলবত থাকছে।