থাকছে ওয়াই-ফাই থেকে টকব্যাক, আরও স্মার্ট হচ্ছে রেল কোচ
Aug 29, 2018, 11:13 AM IST
1/11
খুব শীঘ্রই ১০০টি স্মার্ট কোচ পরিষেবা নিয়ে আসছে ভারতীয় রেল। এই স্মার্ট কোচগুলো-তে থাকবে একটি ডায়গনস্টিক সিস্টেম-সহ একটি ব্ল্যাক বক্স। একই সঙ্গে এখানে কোচের সব করম তথ্যও মজুত থাকবে বলে জানা যাচ্ছে।
2/11
উত্তরপ্রদেশের রায়বেরেলি-তে তৈরি হয়েছে ভারতীয় রেলের এই স্মার্ট কোচগুলো।
photos
TRENDING NOW
3/11
জি নিউজ সূত্রের খবর, আগামী দিনে এই কোচগুলিই বহুমুখী যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠবে। রেলযাত্রী চাইলেই কোচের সমস্ত তথ্য পেতে পারেন এবং ‘রিয়েল টাইমে’ সেইসব তথ্য সরবরাহ করার ক্ষমতাও থাকবে এই স্মার্ট কোচগুলির।
4/11
ডায়গনস্টিক সিস্টেম থাকার কারণে কোচের শারীরিক অবস্থা এবং কর্মক্ষমতাও সময়ে সময়ে পরীক্ষা করার সুবিধা থাকবে।
5/11
এই অত্যাধুনিক কোচগুলো-তে থাকবে একটি করে সেনসর। যার ফলে কোনও রকম ঝাঁকুনিতেও তথ্যের আদান প্রদান সম্ভব হবে। এমনকী, রেল লাইন ট্রেন চলাচলের জন্য অনুকুল কি না, তাও জানিয়ে দেবে ওই সেন্সর।
6/11
ট্রেনের সব স্মার্ট কোচগুলিকে নজরে রাখতে বসানো হবে কম্পিউটর সিস্টেম। একে বলা হচ্ছে, প্যাসেঞ্জার ইনফরমেশন অ্যান্ড কোচ কমপিউটিং সিস্টেম। এই ব্যবস্থা জিএসএম প্রযুক্তির সাহায্যে কাজ করবে।
7/11
ট্রেন কোথায় আছে এবং আগামী স্টেশন আসতে কতক্ষন সময় লাগবে, এই সব তথ্য রেলযাত্রীকে জানিয়ে দেবে স্মার্ট কোচ।
8/11
একই সঙ্গে এই স্মার্ট কোচগুলিতে থাকবে সিসিটিভিও। এতে নিরাপত্তা আরও আঁটোসাটো হবে বলেই আশাবাদী রেল কর্তৃপক্ষ।
9/11
এই স্মার্ট কোচগুলিতে থাকবে টকব্যাক প্রযুক্তিও। এতে খুব সহজেই গার্ড এবং রেলযাত্রীর সঙ্গে যোগাযোগ তৈরি হবে।
10/11
ভারতীয় রেলের প্রতিটি স্মার্ট কোচেই থাকছে ওয়াই-ফাই পরিষেবাও।
11/11
এই স্মার্ট কোচের সমস্ত বাড়তি পরিষেবার জন্য বাত্সরিক ১২ থেকে ১৪ লাখ টাকা খরচ হতে পারে বলে জানিয়েছে রেল মন্ত্রক।