EXPLAINED | NADA's Testing Roster For 2025: সূর্য-হার্দিক-সহ ১৪ তারকার ডোপ পরীক্ষা! ইডেনে খেলা শুরুর আগেই এল চাঞ্চল্যকর আপডেট

Indian Star Cricketers In NADA Testing Roster For 2025: দেশের স্টার ক্রিকেটারদের ডোপ পরীক্ষায় বসতে হচ্ছে এবার। চলে এল কেন্দ্রীয় সংস্থার আপডেট  

Jan 22, 2025, 14:48 PM IST
1/6

ভারত বনাম ইংল্যান্ড, প্রথম টি-২০ আই

IND vs ENG, 1st T20I

বর্ডার-গাভাসকর ট্রফির পর ফের ভারতের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে ৫টি টি-২০আই ও ৩টি ওডিআই ম্যাচ। ২২ জানুয়ারি অর্থাত্‍ বুধবার আজ কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-২০ স্কোয়াড ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে জস বাটলারের ইংল্যান্ডের। আর এর মাঝেই চলে এল বড় আপডেট

2/6

জাতীয় ডোপিং বিরোধী সংস্থার ২০২৫ সালের পরীক্ষার তালিকা

NADA's Testing Roster For 2025

জাতীয় ডোপিং বিরোধী সংস্থা ওরফে নাডা ২০২৫ সালের পরীক্ষার তালিকা প্রকাশ করল। অর্থাত্‍ কেন্দ্রীয় সংস্থা জানিয়ে দিল যে, এবার কোন ক্রীড়াবিদদের ডোপ পরীক্ষা দিতে হবে। তালিকায় জাতীয় দলের পুরুষ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, অর্শদীপ সিং, সঞ্জু স্যামসন, এবং তিলক ভার্মা। জাতীয় দলের মহিলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শেফালি ভার্মা, দীপ্তি শর্মা এবং রেণুকা সিং ঠাকুর। পুরুষ ও মহিলা মিলিয়ে ১৪ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে নাডা

3/6

কীভাবে নাডা এই পরীক্ষা করবে

How NADA Will Conduct Dope Test

জাতীয় ডোপিং বিরোধী সংস্থার ডোপ কন্ট্রোল অফিসাররা (ডিসিও) ভারত-ইংল্যান্ড সিরিজ চলাকালীন নির্বাচিত খেলোয়াড়দের কাছ থেকে নমুনা সংগ্রহ করবেন। এই কর্মসূচির লক্ষ্যই হল ক্রীড়াবিদদের নিয়মিত ডোপ পরীক্ষা করে খেলাধুলায় স্বচ্ছতার বাড়ানো, যাতে তাঁরা ডোপিং-বিরোধী নিয়ম মেনে চলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড কে এই বিষয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। যা অবিলম্বে কার্যকর হচ্ছে। সিরিজ চলাকালীন ডিসিওরা একাধিক ভেন্যু পরিদর্শন করবেন বলেই খবর।   

4/6

২০১৯ সাল থেকেই জাতীয় ডোপিং বিরোধী সংস্থার নজরে ক্রিকেটাররা

 NADA's Testing Roster For 2019

জাতীয় ডোপিং বিরোধী সংস্থা ২০১৯ সালে, ক্রিকেটারদের জন্য নিবন্ধিত পরীক্ষা চালু করে। রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, স্মৃতি মন্ধানা এবং দীপ্তি শর্মারা এই তালিকার অংশ ছিলেন। খেলোয়াড়দের এই পরীক্ষার জন্য তাদের অবস্থানের বিবরণ দিতে হয় নাডাকে। কারিগরি সমস্যার কারণে পূজারা, জাদেজা, রাহুল, মন্ধানা এবং দীপ্তিকে সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছিল। বিসিসিআই পরে জানিয়েছিল যে, কোভিডের সময় লকডাউন চলাকালীন কিছু ত্রুটি এবং জটিলতাই এই সমস্যার কারণ ছিল   

5/6

ডোপ টেস্টে কোন কোন ক্রিকেটাররা অকৃতকার্য হয়েছেন

Dope Test Failed By Cricketers

২০২০ সালে নিষিদ্ধ পদার্থ (টার্বুটালিন) নেওয়ায় ডোপ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে পৃথ্বী শ'র! তিনি দাবি করেছিলেন যে, অসাবধানতাবশত এটি গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু এই ভুলের কারণে তাঁকে সাসপেন্ড করা হয়। ইউসুফ পাঠান, প্রদীপ সাংওয়ান এবং অংশুলা রাওয়ের মতো অন্যান্য ক্রিকেটাররাও ডোপিং পরীক্ষায় ব্যর্থ হয়েছেন আগে। বিসিসিআই তাঁদেরও সাসপেন্ড করেছিল।  

6/6

জাতীয় ডোপিং বিরোধী সংস্থার ঠিক কী কাজ?

What Exactly Does The National Anti-Doping Agency do?

জাতীয় ডোপিং বিরোধী সংস্থা খেলাধুলায় সব রকমের ডোপিং নিয়ন্ত্রণ কর্মসূচির প্রচার করেন। তা সমন্বয় এবং নিরীক্ষণের জন্যও দায়ী। নাডা ডোপিং বিরোধী নীতিগ্রহণ করে এবং তা প্রয়োগ করে। যা বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাকি ডোপিং বিরোধী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করে এবং ডোপিং সংক্রান্ত গবেষণা এবং শিক্ষার প্রচার করে৷ সংস্থাটি কেন্দ্রীয় সরকার দ্বারা জাতীয় ডোপিং বিরোধী আইন ২০২২- এর অধীনে গঠিত এবং এতে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞানী এবং প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছে।