Ranji Trophy 2024-25: ১, ৩, ৪! বোর্ডের কড়া দাওয়াই ডাহা ফেল, রঞ্জিতে রোহিত-ঋষভদের 'ভৌতিক' সিনেমা...

Ranji Trophy 2024-25: বোর্ডের কড়া দাওয়াই ডাহা ফেল করে গেল, রঞ্জিতে রোহিত-ঋষভরা 'ভৌতিক' সিনেমা দেখালেন...  

Jan 23, 2025, 15:04 PM IST
1/6

'ঠেলার নাম বাবাজি'

No Star Culture Anymore

কথায় বলে 'ঠেলার নাম বাবাজি'! আর ঠিক সেই কথাই এবার প্রযোজ্য হয়েছে ভারতীয় দলের মহানক্ষত্রদেরও জন্য। আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে না থাকলে খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট। আর ঝাড়াই-বাছাই করার কোনও সুযোগ নেই। বিরাট কোহলির মতো রোহিত শর্মার মতো মহারথীরা ফ্লপ হয়েছিলেন বর্ডার-গাভাসকর ট্রফিতে। দুই মহারথীকেই অনেকে অবসরের পাঠানোর রায় দিয়েছিলেন। কিন্তু বিসিসিআই কার্যত লাইফ-লাইন দিলেন রো-কো জুটিকে!  রঞ্জি ট্রফিতে খেলেই প্রমাণ করতে হবে নিজেদের। তারকা সংস্কৃতির দিনও শেষ।  

2/6

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নির্দেশিকা

BCCI New Rules

বিসিসিআই-এর নোটে লেখা হয়েছে, 'জাতীয় দলে নির্বাচনের পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে থাকার জন্য খেলোয়াড়দের ঘরোয়া ম্যাচে অংশগ্রহণ বাধ্যতামূলক। এই নির্দেশের ব্যতিক্রম হতে পারে শুধুমাত্র অস্বাভাবিক পরিস্থিতিতে বিবেচনা করেই। তবে তার জন্য নির্বাচক কমিটির চেয়ারম্যানকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েই অনুমোদন নিতে হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।' কিছুদিন আগেও এই নিয়ম বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরার মতো দেশের তারকা ক্রিকেটারদের ক্ষেত্রে কার্যকর হত না। তবে 'বাধ্যতামূলক' নিদানে বিলুপ্ত হল তারকা সংস্কৃতি!  

3/6

রোহিত শর্মা টেস্টে শেষ এক বছর!

Rohit Sharma In Test

২০২৪ সালে ১৪ টেস্টে ও ২৬ ইনিংস মিলিয়ে রোহিতের ঝুলিতে মাত্র ৬১৯ রান এসেছে। গড় ২৪.৭৬, জোড়া সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। বিগত ৯ টেস্টে তাঁর গড় ১০.৯৩ ও চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে যা এসে দাঁড়িয়েছিল ৬.২! বোঝাই যাচ্ছে রোহিত লাল বলে কার্যত ধুঁকছেন! যা তাঁর মতো বিরাট মাপের ব্যাটারের থেকে মেনে নেওয়া যায় না। রঞ্জিই ছিল ফর্মে ফেরার সুবর্ণ সুযোগ। কিন্তু কোথায় কী!

4/6

একই তিমিরে রোহিত, এবার হতশ্রী যশস্বীও!

Rohit In The Same Boat, Now Yashasvi too!

রোহিত ১০ বছর পর মুম্বইয়ের হয়ে খেলতে নামলেন প্রথম শ্রেণির ক্রিকেট। অজিঙ্কা রাহানের নেতৃত্বে বেছে নেওয়া হয়েছে মুম্বইয়ের রঞ্জি স্কোয়াড। বৃহস্পতিবার অর্থাত্‍ আজ থেকে মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে দেশের দুই সংস্করণের অধিনায়ক খেলছেন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। কিছুদিন আগেই রোহিত মুম্বইয়ের নেটে নেমে অনুশীলন শুরু করে দিয়েছেন। তার সঙ্গেই ফিটনেসে জোর দিয়েছেন। কিন্তু আসল সময়ে কাজে দিল না! টস জিতে রাহানে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর দলের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১২০ রানে! ভারতীয় দলের টেস্ট ওপেনার রোহিত ও যশস্বী ওপেন করেছিলেন। রোহিতের এক যুগ পর রঞ্জি প্রত্যাবর্তন একেবারেই সুখকর হল না। রোহিত ফিরলেন মাত্র ৩ রানে! যশস্বী করলেন ৪ রান।

5/6

ঋষভ পন্থ ও শুভমন গিল

Rishabh Pant And Shubman Gill

ওদিকে দেশের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও ৬ বছর পর রঞ্জিতে ফিরলেন। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দিল্লি ও সৌরাষ্ট্র। আয়ূশ বাদোনির দিল্লি প্রথমে ব্যাট করে মাত্র ১৮৮ রানে গুটিয়ে গেল। পাঁচে নেমে ঋষভ ১০ বল খেলে ১ রানে আউট হয়ে গেলেন! তথৈবচ শুভমন গিলও। পঞ্জাবের হয়ে কর্ণাটকের বিরুদ্ধে তিনি খেলছেন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। মাত্র ৪ রান করে আউট হয়েছেন দেশের তরুণ নক্ষত্র। ব্যাটিং নিয়ে ভারতের চিন্তা কমল না উল্টে বাড়ল। সুপারস্টাররা সব একসঙ্গে লাইন দিয়ে হতাশ করলেন!

6/6

বিরাট কোহলির দিকেই এখন চোখ...

All Eyes Are Now On Virat Kohli

প্রাক্তন ভারত অধিনায়ক ও রানমেশিন বিরাট কোহলি, বিগত কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিক ভাবে হতশ্রী ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ায় আসার আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও বিরাট রানের দেখা পাননি। কিউয়িদের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট যথাক্রমে ০, ৭০, ১, ১৭, ৪ ও ১ রান করেছিলেন। জুড়লে ১০০ রানও হয় না, গড় ১৬! এবার যদি বিজিটি-তে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে শেষ ৭ ইনিংসে তাঁর রান- ৫, ১০০, ৭, ১১, ৩, ৩৬ ও ৫! আগামী ৩০ জানুয়ারি বিরাট নামবেন রেলওয়েজের বিরুদ্ধে। দেখা যাক ১৩ বছর পর বিরাটের রঞ্জি প্রত্যাবর্তন স্মরণীয় হয় কিনা!