সমুদ্রে ভাসছে ইন্দোনেশিয়ার বিমানের ধ্বংসস্তূপ, দেখুন সেই ছবি
Oct 29, 2018, 14:45 PM IST
1/6
s 6
এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যে জায়গায় লায়ন এয়ারের দুর্ঘটনাগ্রস্থ বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেখানেই হদিস মিলল ধ্বংসাবশেষের।
2/6
S 5
সমুদ্রের ৩০-৩৫ মিটার তলা থেকে সেইসব ধ্বংসাবশেষ তুলে আনছেন উদ্ধারকারীরা। জলে ভাসছে বিমানের টুকরো পোশাকের ছেঁড়া অংশ।
photos
TRENDING NOW
3/6
S 4
উদ্ধারকারী দলের প্রধান মহম্মদ সাযুগি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বোট, ডুবুরি, কপ্টারের সাহায্যে ধ্বংসস্থূপ সংগ্রহের কাজ চলছে। একমাত্র প্রার্থণাই সম্বল। সম্ভবত কেউ বেঁচে নেই।
4/6
S 3
সোমবার সকালে জার্কাতা বিমানবন্দর থেকে ওড়ার ১৩ মিনিট পর ১৮৮ জন যাত্রীকে নিয়ে সেটি নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পরেই খোঁজ মেলে সমুদ্রে ভাসছে বিমানের ধ্বংসস্থূপ।
5/6
S 2
এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে বিমানটি ৫০০০ ফুট উচ্চতায় ওঠার পরই দুর্ঘটনাগ্রস্থ হয়।
6/6
s 1
বিমানটির পাইলট ছিলেন দিল্লির তরুণ ভাবে সুনেজা। ২০১১ সালে তিনি লায়ন এয়ারে যোগ দেন।