Income Tax Return Deadline: আজই শেষ দিন! আয়কর রিটার্ন জমা দেওয়া হয়নি, জরিমানা কত জানেন?

File an ITR: ২০২৪-২৫ মূল্যায়ন বছরের বিলম্বিত এবং সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হল ১৫ জানুয়ারি। 

Jan 15, 2025, 20:41 PM IST
1/6

আয়কর জমার শেষ তারিখ

ITR filing deadline

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখনও অনেকেই আয়কর রিটার্ন জমা করেননি। ২০২৪-২৫ মূল্যায়ন বছরের বিলম্বিত এবং সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হল ১৫ জানুয়ারি। 

2/6

আয়কর জমার শেষ তারিখ

ITR filing deadline

আগে ২০২৪-এর ৩১ ডিসেম্বর এর শেষ তারিখ রাখা হয়েছিল। পরে সময়সীমা আরও দু’সপ্তাহ বৃদ্ধি করে কেন্দ্র। 

3/6

আয়কর জমার শেষ তারিখ

ITR filing deadline

আয়কর আইন অনুযায়ী, ১৫ জানুয়ারির পর রিটার্ন জমা করতে গেলে জরিমানা বাবদ দিতে হবে মোট পাঁচ হাজার টাকা। তবে করদাতাদের মোট বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার কম হলে জরিমানার অঙ্ক সেক্ষেত্রে কমে দাঁড়াবে এক হাজার টাকা। 

4/6

আয়কর জমার শেষ তারিখ

ITR filing deadline

করদাতাদের একাংশ অনেক সময়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা করেন না বা করতে পারেন না। তাঁদেরই বিলম্বিত আয়কর রিটার্ন জমা করার সুযোগ দিয়ে থাকে সরকার।

5/6

আয়কর জমার শেষ তারিখ

ITR filing deadline

আয়কর রিটার্নে জমা দেওয়া তথ্যে ভুল থাকলেও সেগুলি সংশোধন করে ফের একবার জমা করতে হয়।

6/6

আয়কর জমার শেষ তারিখ

ITR filing deadline

দেরিতে রিটার্ন ফাইল করতে ভবিষ্যতে করের অঙ্ক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে সতর্ক করেছে আয়কর দফতর।