Viral Badam Song: 'কাঁচা'র পর এবার 'ভাজা বাদাম', নতুন কথা-সুরে গান বাঁধলেন জলপাইগুড়ির গুরুপদ

Dec 19, 2021, 13:19 PM IST
1/6

বাদাম গান

Badam Song

নিজস্ব প্রতিবেদন : অব্যাহত 'বাদাম' ক্রেজ! 'কাঁচা বাদামে'র পর এবার 'ভাজা বাদাম'। ভাজা বাদাম নিয়ে এবার গান বাঁধলেন জলপাইগুড়ির গুরুপদ সরকার।  

2/6

ভাজা বাদাম গান

Vaja Badam Song

নতুন সুর, নতুন কথায় গান বেঁধেছেন গুরুপদ সরকার। জলপাইগুড়ির ধাপগঞ্জের বাসিন্দা গুরুপদ সরকার। তাঁর কথায়, "কাঁচা বাদাম গানের থেকেই শুরুয়াত আমার ভাজা বাদাম গানের। কাঁচা বাদাম তো কেউ খায় না, সবাই খায় ভাজা বাদাম। তাই এবার ভাজা বাদাম।"

3/6

ভাইরাল বাদাম গান

Viral Badam Song

গুরুপদ সরকার জানিয়েছেন, ২ বছর ধরে বাদাম বিক্রি করছেন তিনি। এখন নতুন 'ভাজা বাদাম' গানের দৌলতে তাঁর বিক্রি বেড়েছে অনেকটাই। মানুষ আসছেন, গান শুনছেন, আনন্দ পাচ্ছেন। সঙ্গে তাঁর থেকে বাদাম কিনে খাচ্ছেন।

4/6

বাদাম বিক্রি

Badam Selling

বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের নাম ভুবনজোড়া। তাঁর 'কাঁচা বাদাম গান' বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে। ভুবন বাদ্যকরের 'কাঁচা বাদাম গান'-এর সুবাদে বিক্রি বেড়েছে বাদাম বিক্রেতাদের। এবার তাঁর গানও সমান জনপ্রিয় হবে বলে আশা গুরুপদ বাবুর।

5/6

২০ টাকায় বাদাম বিক্রি

২০ টাকায় বাদাম বিক্রি

গান গেয়ে অভিনব ভাবে এই বাদাম বিক্রির কৌশল ভালোই কাজে দিয়েছে, মানুষ ভালোই সাড়া দিচ্ছে। ২০ টাকায় বিক্রি হচ্ছে বাদাম বলে জানালেন তিনি।   

6/6

ভাইরাল ভুবন বাদ্যকর

ভাইরাল ভুবন বাদ্যকর

প্রসঙ্গত, ভাইরাল ভুবন বাদ্যকর তাঁর জনপ্রিয়তার জন্য পা মিলিয়েছেন ভোট ময়দানেও। কলকাতা পুরভোটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে।