শুয়োপোকা থেকে প্রজাপতি, জীবনের 'রূপান্তর' ভাবনায় কালীপুজো রাজারহাটে
Oct 27, 2019, 13:55 PM IST
1/5
রাজারহাট নেতাজী সংঘের পুজো এবার ৪৩ তম বর্ষে পদার্পন করল। থিম হিসেবে রাজারহাটের এই ক্লাবটি এবার বেছে নিয়েছে রূপান্তর। যেমন শুয়োপোকা থেকে প্রজাপতি হয় তেমনি শিশু অবস্থায় প্রত্যেকেরই জীবন নিয়ে একটি কামনা থাকে
2/5
কিন্তু সব শুঁয়োপোকা যেমন প্রজাপতিতে পরিণত হতে পারে না তেমনি শিশু অবস্থায় প্রত্যেকে যে স্বপ্ন দেখে তা বাস্তবায়িত হয় না।
photos
TRENDING NOW
3/5
এই ভাবনাকেই সামনে রেখে মণ্ডপ গড়ে তুলেছে এই পুজো কমিটি। যেখানে মণ্ডপে প্রজাপতি থেকে শুরু করে নানান ফুলের মধ্যে দিয়ে মণ্ডপ গড়ে তোলা হয়েছে।
4/5
শনিবার এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, বিধান নগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক পার্থ ভৌমিক সহ তৃণমূলের নেতা নেত্রীরা।
5/5
তৃণমূলের নেতা নেত্রীরা। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক বিধাননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি।