1/5
2/5
আর স্বাভাবিকভাবেই রাখি উৎসব পালন হচ্ছে না বলেই ধরে নিয়েছে ভাই-বোনেরা। আর সেই কারণেই মন খারাপ ভাই বোন সকলেরই। ‘দো গজ কি দূরি’ প্রধান অন্তরায় এই রাখি উৎসবে। যদিও ঘরে ভাই থাকলে তাকে হয়তো পরানো যাবে কিন্তু এই ছোট পরিবারের যুগে পাড়ার বা প্রতিবেশী ভাই দাদাদের হাতে রাখি পরিয়ে যে উৎসব পালন করতো বোনেরা সে ক্ষেত্রে কিন্তু বাধ সাধবে রাখি উৎসবে।
photos
TRENDING NOW
3/5
সেই কারণেই অনেকটাই মনখারাপ বোনেদের। যদিও উৎসবটা বোনেরা পালন করে তবে ভোগ করে ভায়েরা। তাই তাদেরও বোনের হাতে রাখি পরার জন্য অপেক্ষায় থাকে এই দিনটিতে। কিন্তু এবার আর তা হচ্ছে না। তবে ভাইরে এবার সেই রাখি উৎসব কে বাঁচিয়ে রাখতে বোনেদের সুরক্ষার কথা ভেবে অন্য এক রাখি উৎসব পালনের জন্য অভিনব পন্থা নিয়েছে।
4/5
5/5
photos