বার্সেলোনা ছাড়ছেন বিরক্ত মেসি! আর্জেন্টিনিয় তারকাকে আটকাতে আসরে বার্সা প্রেসিডেন্ট

Jul 06, 2020, 18:02 PM IST
1/5

ক্লাবের সঙ্গে দূরত্ব বাড়ছে। বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি। আগামী বছরের জুনেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্জেন্টিনিয় সুপারস্টারের। তারপর আর বার্সেলোনায় থাকতে চান না মেসি। স্প্যানিশ মিডিয়ার এই খবরে আলোড়ন পড়ে গিয়েছে।

2/5

গত কয়েকমাসে বিভিন্ন বিষয়ে ক্লাবের বার্সেলোনা বোর্ডের সঙ্গে দূরত্ব বেড়েছে মেসির। গ্রিজম্যানের সঙ্গেও নাকি ঠান্ডা লড়াই চলছে এলএমটেনের। কোচ সেতিয়েনের স্ট্র্যাটেজিতেও নাকি খুশি নন বার্সার সেরা তারকা। সব মিলিয়ে নিজের প্রিয় ক্লাবে নাকি এখন আর খুশি নন মেসি।

3/5

তাই বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তি শেষ হলেই মেসি ক্লাব ছেড়ে নতুন গন্তব্যে যেতে চান বলে খবর স্প্যানিশ মিডিয়ায়। এবার দলের সেরা তারকাকে আটকাতে আসরে নামলেন বার্সেলোনার প্রেসিডেন্ট মারিয়া বার্তামেউ।

4/5

বার্সা প্রেসিডেন্ট বলেন, "মেসি বার্সেলোনা ছেড়ে কোথাও যাবে না। কেরিয়ারের শেষ ম্যাচ বার্সার জার্সিতেই খেলতে চান মেসি।"  

5/5

 ক্লাবের সঙ্গে মেসির বিরোধের ব্যাপারে অবশ্য বার্তামেউ কিছু বলেননি। তিনি শুধু বলেছেন, এখনই বিস্তারিত কিছু বলতে চান না। এখনও অনেক বছর বাকি আছে মেসির। এখনও মেসির খেলা উপভোগ করতে চান তিনি।