কোথায় কে দাঁড়াচ্ছেন? জেনে নিন বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকা

Mar 15, 2019, 17:39 PM IST
1/6

মৌমিতা চক্রবর্তী: আর কিছুক্ষণ পরই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। ২৫টি আসনে প্রার্থী দিতে চলেছে বামেরা। বসিরহাট ও পুরুলিয়া আসন দুটি নিয়ে শরিকি টানাপোড়েনে আটকে গিয়েছিল বামেদের প্রার্থী ঘোষণা। এবার ২৫টি আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। বলে রাখি, রায়গঞ্জ ও মুর্শিদাবাদ দুটি আসনই গতবার জিতেছিল সিপিএম। ওই আসনে জয়ীদের ফের প্রার্থী করা হয়েছে। ছাড়া হয়েছে কংগ্রেসের জেতা চারটি আসন। 

2/6

দার্জিলিঙে বাম-কংগ্রেস সমঝোতার ভিত্তিতে নিরপেক্ষ প্রার্থী দাঁড় করানো হবে। বাকি ১২টি আসন নিয়ে কংগ্রেসের আলোচনা হবে জানিয়েছে বামেরা। শরিকদের ৯টি আসনে ভাগ বসায়নি সিপিএম।পুরুলিয়া ও বসিরহাট নিয়েও শরিকদের আবদার মেনে নিয়েছে আলিমুদ্দিন। দেখে নিন বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকা-

3/6

বারাকপুর- গার্গী চট্টোপাধ্যায়, দমদম- নেপাল ভট্টাচার্য, বনগাঁ- অলোকেশ দাস,  কলকাতা দক্ষিণ- নন্দিনি মুখোপাধ্যায়, যাদবপুর- বিকাশ ভট্টাচার্য

4/6

ডায়মন্ড হারবার- আবু হাসনাত, বর্ধমান-দুর্গাপুর - আভাস রায়চৌধুরী, বারাসত - হরিপদ বিশ্বাস, পুরুলিয়া- বীরসিংহ মাহাতো, বসিরহাট- পল্লব সেনগুপ্ত

5/6

ঘাটাল- তপন গঙ্গোপাধ্যায় (সিপিআই), মেদিনীপুর- বিপ্লব ভট্ট (সিপিআই),  বালুরঘাট- রনেন বর্মন (আরএসপি),  জয়নগর- সুভাষ নস্কর (আরএসপি)

6/6

আসানসোল, উত্তর কলকাতা ও শ্রীরামপুর ছাড়া হয়েছে কংগ্রেসকে। গতবারে তাদের জেতা চারটি আসনেও প্রার্থী দিচ্ছে না বামফ্রন্ট।