করোনায় ব্যাপক ক্ষতি, রাজ্যের জন্য মোটা অঙ্কের আর্থিক পুনর্বাসন প্যাকেজ
Apr 29, 2020, 20:56 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন : করোনায় ধুঁকছে রাজ্যের অর্থনীতি। এই অবস্থায় আর্থিক পুনর্বাসন প্যাকেজ তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2/5
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "করোনার প্রভাব পড়েছে রাজ্যের আর্থিক অবস্থাতেও। প্রতি মাসে ৫০০০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে রাজ্য।"
photos
TRENDING NOW
3/5
"এই অবস্থায় আগামী ৬ মাসের জন্য আর্থিক পুনর্বাসন প্যাকেজ তৈরি করছে সরকার। ১ লক্ষ ৫২ হাজার কোটি টাকার প্যাকেজ তৈরি করা হচ্ছে।"
4/5
লকডাউনের জেরে কৃষি, প্রাণীসম্পদ, মৎস্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব ক্ষেত্রে সহায়তা দিতেই এই প্যাকেজ দেবে রাজ্য সরকার।
5/5
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টাকার সংস্থান করতে কেন্দ্রের কাছে সাহায্য চাইবে রাজ্য। এছাড়া প্রয়োজনে ঋণও নেবে তারা। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারই প্রথম অর্থনৈতিক পুনর্বাসন প্রকল্পের চিন্তাভাবনা করেছে বলে জানান তিনি।