নদিয়ায় বিজেপিকে রুখতে কেষ্ট ভরসায় মমতা

Jan 09, 2019, 21:51 PM IST
1/4

সুতপা সেন: গুড়বাতাসা, চড়াম চড়াম ঢাক বা পাচন- বিতর্কিত মন্তব্য করে দলকে বিপাকে ফেললেও কেষ্টর উপরে আস্থা অটুট তৃণমূল নেত্রীর। বিজেপির হাত থেকে নদিয়া বাঁচাতে অনুব্রতকেই কমান্ডার করল তৃণমূল।

2/4

নদিয়া জেলায় ধীরে ধীরে বাড়ছে বিজেপি। বাংলাদেশ লাগোয়া এলাকাগুলিতে জাঁকিয়ে বসেছে গেরুয়া শিবির। করিমপুর, তেহট্ট, চাপড়া, কৃষ্ণগঞ্জ, হাঁসখালি রানাঘাট-২-তে শক্তিশালী হয়ে উঠেছে গেরুয়া শিবির। পঞ্চায়েত ভোটেই তার আভাস মিলেছিল। লোকসভা ভোটের আগে তাই কোনও ঝুঁকি নিতে নারাজ দলনেত্রী। 

3/4

বীরভূমের সঙ্গে সঙ্গে নদিয়া জেলার দায়িত্বও সামলাবেন অনুব্রত মণ্ডল। এতদিন নদিয়া জেলার দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হল অনুব্রত মণ্ডল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 

4/4

বিজেপি যখন শক্তিশালী হচ্ছে, ঠিক তখন তৃণমূল শিবির জীর্ণ গোষ্ঠীদ্বন্দ্বে। বুধবার নদিয়ায় দলের বৈঠকে এনিয়ে উষ্মাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।