গবেষণায় সাফল্যের পথে বিজ্ঞানীরা, বার্ধক্য মুছে যৌবন ফিরে আসবে চেহারায়

Dec 04, 2020, 16:54 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ গবেষণায় সাফল্য দেখছেন বিজ্ঞানীরা। 'মাইলস্টোন'  চিকিৎসা পদ্ধতি। যাতে ফিরে আসবে যৌবনের উজ্জ্বলতা। গ্লুকোমা এবং অন্যান্য বয়সসন্ধি সম্পর্কিত রোগ নির্মূলে সাহায্য করবে এই চিকিৎসা পদ্ধতি।

2/6

এই চিকিৎসা পদ্ধতি খুবই আকর্ষণীয়। যা ফিরিয়ে আনবে পুরোনো দিনের ত্বক। দূর করবে কোষের সমস্যা। এমনকি ত্বকের যাবতীয় গর্ত, আঘাত, অসুখ সারিয়ে দেবে। 

3/6

এক সংবাদ এজেন্সিকে গবেষণা পত্রের লেখক জানিয়েছেন, আমি খুবই আশাবাদী, বার্ধক্য এবং রোগের কারণে বিকল হওয়া অঙ্গ এবং কোষগুলি পুনরুজ্জীবিত করা সম্ভব হবে। 

4/6

আমি এর বাস্তবায়নে খুবই উৎসাহিত। বিশেষত যেখানে ডিমেনশিয়া জাতীয় রোগের কোনও সঠিক কোনও চিকিৎসা ব্যবস্থা নেই।"

5/6

 হার্ভার্ড মেডিক্যাল স্কুলের জেনেটিক্সের অধ্যাপক বলেন, "আমরা আশা করি দুই বছরের মধ্যে  রোগীদের (পরীক্ষার পর্যায়ে) গ্লুকোমার চিকিৎসা শুরু হবে,"।

6/6

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই অবস্থায় আসার আগেই যদি এই নতুন চিকিৎসা ব্যবস্থা শুরু করা যায়, তাহলে সফলতা পাওয়া যেতে পারে।