আফ্রিকার ক্ষুধার্ত সিংহ দাপিয়ে বেড়াচ্ছে কাতার, ঢেউ জাগবে কি মরক্কোর সৈকতে?
Morocco in FIFA World Cup2022: বিরাট অঘটন ঘটিয়েছে ''লেস লায়ন্স দে ল'আতলাস'' নামে পরিচিত মরক্কো দলটি। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে তারা। সারা পৃথিবী তাদের দিকে তাকিয়ে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে বিরাট অঘটন ঘটিয়ে ফেলেছে ''লেস লায়ন্স দে ল'আতলাস'' নামে পরিচিত এই মরক্কো দলটি। এই জয়ের ফলে সেমিফাইনালে উঠল মরক্কো। এবং প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল মরক্কে। ফুটবল বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করল মরক্কো। দলটি প্রথম আফ্রিকান দল হিসেবে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। এর আগে আফ্রিকার কোনও দেশ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি। মরক্কোর আগে আফ্রিকার তিনটি দল কোয়ার্টার ফাইনালে উঠলেও তাদের সকলকেই পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। ১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ সালে সেনেগাল, ২০১০ সালে ঘানা। এরা সবাই কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল। সেই প্রেক্ষিতে মরক্কো যেমন নতুন করে ইতিহাস লিখল। আশরাফ হাকিমি এই দলটির প্রাণশক্তি। আজ, বুধবার রাতে (বৃহস্পতিবার) ফ্রান্সের মুখোমুখি মরক্কো। ফ্রান্স শক্তিশালী কিন্তু মরক্কো ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করেছে এবং স্পেন, বেলজিয়াম ও পর্তুগালের মতো দলকে হারিয়েছে। ফলে বিশ্ব জুড়ে সমস্ত ফুটবলপ্রেমীর মুখে একন মরক্কোর কথা। কিন্তু দেশটির ইতিহাস ভূগোল জীবন-বিজ্ঞান সম্বন্ধে অনেকেরই ধারণা তেমন পরিষ্কার নয়। আসুন, ম্যাচ শুরুর আগে একটু দেখে নেওয়া যাক।