হু হু করে বাড়ছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, বলছে বিদেশি সংস্থার সমীক্ষা

May 01, 2020, 12:50 PM IST
1/5

জনপ্রিয় মোদী

জনপ্রিয় মোদী

মহাসঙ্কটের মুখোমুখি গোটা দেশ। করোনাভাইরাসার প্রকোপে গোটা দেশে চলছে লকডাউন। আর্থিক প্রগতি থমকে গিয়েছে। কিন্তু এসব কিছুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার প্রভাব ফেলতে পারেনি। তিনি এখন আগের চেয়েও বেশি জনপ্রিয়। বলছে একটি বিদেশি সংস্থার সমীক্ষা।

2/5

জনপ্রিয় মোদী

জনপ্রিয় মোদী

করো্‌নার প্রকোপ আসের আগে যে সংখ্যক মানুষ মোদীর নেতৃত্বে ভরসা রাখতেন, এখন তাঁর থেকে বেশি করেন। এমনই বলছে সেই সমীক্ষা। বড় সংখ্যক দেশবাসী মনে  করেন, এই সঙ্কটের সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে মোদীই আদর্শ ব্যক্তি। 

3/5

জনপ্রিয় মোদী

জনপ্রিয় মোদী

মার্কিন সংস্থা Morning Consultant জানাচ্ছে, করোনার প্রকোপের আগে সারা দেশে ৭৬ শতাংশ মানুষ মোদীর নেতৃত্বে ভরসা রাখতেন। এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৮৩ শতাংশ। 

4/5

জনপ্রিয় মোদী

জনপ্রিয় মোদী

দেশের দুটি সংস্থা IANS এবং C-Voter—এর সমীক্ষাও বলছে, মোদীর জনপ্রিয়তার হার ৭৬.৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯৩.৫ শতাংশ। 

5/5

জনপ্রিয় মোদী

জনপ্রিয় মোদী

২০১৪ সালে ক্ষমতা আসার পর থেকেই মোদী জনপ্রিয়। গত কয়েক বছরে সেই জনপ্রিয়তা আরও বেড়েছে। প্রধানমন্ত্রীর প্রশাসনিক দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। কিন্তু লাভ হয়নি। দেশবাসীর কাছে তিনি এখনও সমান জনপ্রিয়। অন্তত সমীক্ষা তেমনই বলছে।