সাড়ে তিন কিমি বোলিং রান আপ! বিশ্বরেকর্ড গড়ল ন'বছরের খুদে বোলার

Sep 27, 2018, 21:24 PM IST
1/7

সাড়ে তিন কিমি বোলিং রান আপ

Nine-year-old runs 3.5 kilometres 0

বিশ্ব ক্রিকেটে বিখ্যাত পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতারের রান-আপ। কিন্তু তিনিও কোনওদিন এত লম্বা রান-আপ নিয়ে বোলিং করেননি। তবে হ্যাঁ, তাঁর ছুটে আসার আদল অনেক তাবর ব্য়াটসম্য়ানের হাঁটু কাঁপিয়ে দিত।

2/7

সাড়ে তিন কিমি বোলিং রান আপ

Nine-year-old runs 3.5 kilometres 1

ব্রিটেনের মাত্র নয় বছরের বোলার মরিস গ্রিফিন সাড়ে তিন কিমি রান-আপ নিয়ে ছুটে এসে একটা ডেলিভারি করলেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম উঠল তার। 

3/7

সাড়ে তিন কিমি বোলিং রান আপ

Nine-year-old runs 3.5 kilometres 2

পুরুষদের ক্রিকেটে এর আগে এত লম্বা রান-আপ নিয়ে বোলিং করার রেকর্ড কারও নেই। 

4/7

সাড়ে তিন কিমি বোলিং রান আপ

Nine-year-old runs 3.5 kilometres 3

৩.৭৬৭ কিমি দৌড়ে ডেলিভারি করেছে মরিস গ্রিফিন। সময় লেগেছে ২৬ মিনিট ৫৫ সেকেন্ড।

5/7

সাড়ে তিন কিমি বোলিং রান আপ

Nine-year-old runs 3.5 kilometres 4

আদিল ক্রিকেট ক্লাবের বোলার এমন আজব কাণ্ড ঘটানোর জন্য মাত্র দুই সপ্তাহ ট্রেনিং করেছে। মরিসের বাবাও এদিন ছেলের সঙ্গে ৩.৫ কিমি দৌড়েছেন। শুধুমাত্র ছেলেকে উত্সাহ জোগাবেন বলে।

6/7

সাড়ে তিন কিমি বোলিং রান আপ

Nine-year-old runs 3.5 kilometres 5

এর আগে .০৮৫১ কিমি রান-আপ নিয়ে বোলিং করার রেকর্ড ছিল। 

7/7

সাড়ে তিন কিমি বোলিং রান আপ

Nine-year-old runs 3.5 kilometres 6

এমন একটা রেকর্ড গড়ে ১,৩০০ ইউরো উপার্জন করেছেন মরিস। পুরো অর্থটাই সে চ্যারিটতে দান করবে।