Hottest April: তীব্র দহন থেকে নেই মুক্তি! বৃষ্টিহীন এপ্রিলে আরও বাড়বে গরম? আর কত...?

Apr 26, 2024, 19:20 PM IST
1/10

চলবে তাপপ্রবাহ, নেই বৃষ্টি

Hottest April No rain in South Bengal

সন্দীপ প্রামাণিক: মুক্তি নেই তাপপ্রবাহের হাত থেকে। রেহাই নেই গরমের হাত থেকে। আগামী ২৪ ঘণ্টায় আরও তিন জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা।   

2/10

চলবে তাপপ্রবাহ, নেই বৃষ্টি

Hottest April No rain in South Bengal

পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম। দক্ষিণবঙ্গের মোট ৭ জেলায় তীব্র তাপপ্রবাহ সম্ভাবনা।   

3/10

চলবে তাপপ্রবাহ, নেই বৃষ্টি

Hottest April No rain in South Bengal

বাকি জেলাগুলিতে শুধু তাপ প্রবাহের সম্ভাবনা। টানা আরও ৭ দিন চলবে তাপপ্রবাহ।   

4/10

চলবে তাপপ্রবাহ, নেই বৃষ্টি

Hottest April No rain in South Bengal

গত কালকের চেয়ে আজ কলকাতায় তাপমাত্রা একটু কম ছিল। ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল তাপমাত্রা।   

5/10

চলবে তাপপ্রবাহ, নেই বৃষ্টি

Hottest April No rain in South Bengal

তবে তাপপ্রবাহ চলবে। ৩০ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতার ক্ষেত্রে।   

6/10

চলবে তাপপ্রবাহ, নেই বৃষ্টি

Hottest April No rain in South Bengal

আগামী ২৪ ঘণ্টায় ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।  

7/10

চলবে তাপপ্রবাহ, নেই বৃষ্টি

Hottest April No rain in South Bengal

তবে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বলতে গেলে গোটা এপ্রিল মাসটাই বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ।  

8/10

চলবে তাপপ্রবাহ, নেই বৃষ্টি

Hottest April No rain in South Bengal

ওদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং  কালিমপংয়ের দু-এক জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা।   

9/10

চলবে তাপপ্রবাহ, নেই বৃষ্টি

Hottest April No rain in South Bengal

তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে তাপপ্রবাহ না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে।     

10/10

চলবে তাপপ্রবাহ, নেই বৃষ্টি

Hottest April No rain in South Bengal

উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, কিন্তু তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই। পূর্বাভাস এমনই।