জুম কলে সুন্দর দেখাবে তাই হিড়িক পড়েছে প্লাস্টিক সার্জারির
Nov 16, 2020, 17:48 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: বিশ্বাস করুন বা না করুন, অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও মিটিংয়ের পর মানসিকভাবে অসুস্থ পড়েছে মানুষ। নিজেদের কেমন দেখতে এবং কোন অঙ্গটি কেমন হলে আরও সুন্দর হয়ে উঠবেন সেদিকে মনোযোগ দিতে শুরু করেছে জুম ইউজাররা। সম্প্রতি তাঁরা প্লাস্টিক সার্জারি করার জন্য উৎসাহী হয়ে উঠেছেন।
2/5
মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকদের মতে, জুম কলে দেখতে ভালো লাগবে সেই কারণ উল্লেখ করে রেকর্ড সংখ্যায় প্লাস্টিক সার্জারি করার জন্য আবেদন করছেন অনেকে।
photos
TRENDING NOW
3/5
ফেসিয়াল প্লাস্টিক সার্জারি ও মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে জুম ইউজারদের বিশেষ উদ্বেগের বিষয়টি হয়ে উঠেছে নাক এবং কুঁচকানো ত্বক।
4/5
করোনাকালে বদলে গিয়েছে জীবনযাত্রা। ডাক্তারের কাছে গিয়ে তাঁরা জানাচ্ছে, তাঁদের ব্রণ এবং বলি দাগ মুছে ফেলতে চায়। এমন রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
5/5
প্রসঙ্গত, গুগল সার্চে বেড়ে গিয়েছে ব্রণ ও চুল পড়া থেকে বাঁচার উপায় খোঁজার পালা। সেটার অন্যতম কারণ হিসেবে ভিডিও কলিংকেই দায়ী করছেন গবেষকরা।