Extraordinary Princess: বাঘশিকারি, মাত্র ৯ বছর বয়সেই চালাতেন রোলস রয়েস, আর ১৫ বছরেই রানি! কে এই সুন্দরী?
Abida Sultaan: তিনি ছিলেন ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের বড় মেয়ে। প্রিন্সেস। আশ্চর্য জীবন। অদ্ভুত যাপন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০০ বছরের বেশি সময় ব্রিটিশ-ভারতের ভোপাল রাজ্য শাসন করেছিল এই পরিবার। সেই পরিবারেই জন্ম আবিদার-- ১৯১৩ সালে। নিজের অতুলনীয় পরিবারের মতোই এক অসামান্যা নারী ছিলেন তিনি।
1/6
ভোপালের শেষ নবাব
2/6
'মোমোয়ারস অব আ রেবেল প্রিন্সেস'
photos
TRENDING NOW
3/6
উথালপাথাল দিনগুলি
4/6
সমতাপূর্ণ শৈশব
5/6
আমাকে গুলি করো
আবিদার দাম্পত্যজীবন অবশ্য খুব অশান্তিপূর্ণ ছিল। তাঁর সংসারজীবন ছিল অল্প দিন স্থায়ী। বিচ্ছেদ হয় তাঁর। আত্মজীবনীতে আবিদা লিখেছিলেন, দাম্পত্যজীবন যে এত ভয়ংকর ও নিরানন্দ হবে, তা বুঝতে পারিনি! ১৯৩৫ সালের মার্চের এক রাতে তিন ঘণ্টা গাড়ি চালিয়ে শ্বশুরবাড়িতে যান আবিদা। ঢুকে পড়েন প্রাক্তন স্বামীর ঘরে। একটি রিভলবার বের করে ছুড়ে দেন তাঁর কোলে। তারপর বলেন, আমাকে গুলি করো, না হলে আমি তোমাকে গুলি করব!
6/6
মহাত্মা গান্ধী-জওহরলাল নেহরু
photos