কবে রটন্তী কালীপুজো, কখন অমাবস্যা? জেনে নিন, এ পুজোর বিশেষ রহস্য...
Ratanti Kali Puja 2024: সামনেই রটন্তী কালী পুজো। মাঘ মাসে এই পুজো হয়। অন্য কালীপুজোর মতো পঞ্চদশী তিথিতে এই কালীপুজো হয় না, হয় চতুর্দশী তিথিতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামনেই রটন্তী কালী পুজো। মাঘ মাসে এই পুজো হয়। অন্য কালীপুজোর মতো পঞ্চদশী তিথিতে এই কালীপুজো হয় না, হয় চতুর্দশী তিথিতে। কাছাকাছির মধ্যে দক্ষিণেশ্বর মন্দিরে এই পুজো খুব বড় করে পালন করা হয়। মাঘ মাসের কৃষ্ণচতুর্দশীকে 'রটন্তী চতুর্দশী' বলা হয়৷
1/7
'রটনা' থেকে 'রটন্তী'
'রটনা' শব্দ থেকে 'রটন্তী' কথাটি এসেছে। এই তিথিতে শ্রীকৃষ্ণ ও কালীর এক মিশ্র রূপের পুজোর সূচনা রাধার হাতে হয় বলে কথিত আছে। 'রটন্তী কালী' এই নামে বোঝানো হতে লাগল যে, এই দেবী 'রটনা' অর্থাৎ কলঙ্কনাশিনী দেবী। রাধার প্রেম-কলঙ্ক ভঞ্জনের প্রার্থনা আপামর মানুষের কাছে সামাজিক যে-কোন রকমের অপবাদ-নিন্দা-কলঙ্ক থেকে দূরে রাখার প্রার্থনা হয়ে ওঠে।
2/7
মাঘ চতুর্দশী
photos
TRENDING NOW
3/7
জটিলা-কুটিলা
4/7
কুঞ্জবনে আয়ান
5/7
ছিন্নমস্তা
7/7
অমাবস্যা তিথি
photos