Ram Mandir Rituals: ১২৫ কলসের জলে স্নান করিয়ে প্রাণ প্রতিষ্ঠা রামলালার! হাজির থাকবে ১৫০ দেশ...

Ram Mandir Rituals Schedule: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। আর আজ, ১৬ জানুয়ারি থেকেই শুরু রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে অযোধ্যার উৎসব। দেড়শোটি দেশের প্রতিনিধিরা আসবেন বলে খবর।

| Jan 16, 2024, 13:56 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেড়শোটি দেশের প্রতিনিধিরা আসবেন। ১০০-র বেশি চার্টার্ড জেট আসছে অযোধ্যায়। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে পুরোদমে চলছে প্রস্তুতি। দেখতে গেলে, আজ, ১৬ জানুয়ারি থেকেই অযোধ্যার শুরু রামমন্দিরের উৎসব। সাতদিনব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু আজ, ১৬ জানুয়ারি থেকেই। তবে ২০২০ সালের ৫ অগস্ট ভূমিপূজন দিয়েই এই গ্র্যান্ড ইভেন্টের শুরু। করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। অন্তত ৭০০০ জন আমন্ত্রিত এই অনুষ্ঠানে। থাকছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অমিতাভ বচ্চনের মতো হেভিওয়েট। 

1/8

সরযূতীরে

আজ, ১৬ জানুয়ারি দশবিধ স্নান আছে, হবে বিষ্ণুপূজা, সরযূর তীরে হবে গোদান।

2/8

রামলালার মূর্তি

পরদিন ১৭ জানুয়ারি রামলালার মূর্তি নিয়ে একটি শোভাযাত্রা অযোধ্যায় পৌঁছবে। তাঁদের সঙ্গে থাকে সরযূর জলে পূর্ণ কলস।

3/8

গণেশপুজো

১৮ জানুয়ারি গণেশ পুজো দিয়ে প্রাণ প্রতিষ্ঠার মূল অংশের আচারের শুরু। হবে ব্রাহ্মণ বরণ বা বাস্তুপূজার মতো কাজও।

4/8

নবগ্রহপ্রতিষ্ঠা-হোম

১৯ জানুয়ারি নবগ্রহ প্রতিষ্ঠা। হবে হোমও।

5/8

অন্নাধিবাস

২০ জানুয়ারি সরযূর জলে মন্দির ধোয়া হবে। এর পরে হবে অন্নাধিবাস।

6/8

১২৫ কলসজলে

২১ জানুয়ারি রামলালাকে ১২৫ কলসজলে স্নান করানো হবে  

7/8

রামলালার মূর্তি স্থাপন

২২ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা-র মধ্যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে, তারপর রামলালার মূর্তি স্থাপন করা হবে।   

8/8

২১-২২ জানুয়ারি মন্দিরেপ্রবেশ বন্ধ

তবে সাধারণ মানুষের জন্য ২১ ও ২২ জানুয়ারি মন্দিরে প্রবেশ বন্ধ থাকবে। ২২ জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠার সমস্ত আচার-অনুষ্ঠান হয়ে গেলে তা বন্ধই রাখা হবে। ২৩ জানুয়ারি থেকে তা ভক্তসাধারণদের জন্যে খুলে দেওয়া হবে।