Happy Birthday Shardul Thakur: ৩৩ বছরে পা দিলেন শার্দুল, বিশেষ দিনে তাঁর বিশেষ মানুষের গল্পটা রইল...
Happy Birthday Shardul Thakur: শার্দুল ঠাকুর পা দিলেন ৩৩ বছরে। তাঁর জন্মদিনে জেনে নিন প্রেমের গল্প। কীভাবে জীবনে এসেছিলেন মিতালি! এই প্রতিবেদনে সেই দিকেই আলোকপাত করা হল...
1/8
মিতালি-শার্দূলের আংটিবদল
![মিতালি-শার্দূলের আংটিবদল Happy Birthday Shardul Thakur](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/16/498337-6.png)
photos
TRENDING NOW
4/8
মিতালি-শার্দূলের আলাপ
![মিতালি-শার্দূলের আলাপ Happy Birthday Shardul Thakur](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/16/498334-4.png)
স্কুলে পড়তেই শার্দুলের সঙ্গে আলাপ হয় মিতালির । বন্ধুত্ব কখন প্রেমে গড়িয়ে যায়, তা বুঝতেই পারেননি এই জুটি। শার্দুল এবং মিতালি দু’জনেই পড়াশোনা শেষ করে নিজেদের কেরিয়ার গড়ার দিকে মন দিয়েছিলেন। বাইশ গজের মাঠে শার্দুল তাঁর কেরিয়ার তৈরি করেণ, উল্টোদিকে মিতালি বেকারির ব্যবসা চালু করেণ। দোকানের নাম দেন 'অল দ্য বেকস'। এছাড়াও মডেলিংও করেন তিনি।
5/8
মিতালির পেশা
![মিতালির পেশা Happy Birthday Shardul Thakur](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/16/498333.png)
6/8
মিতালি-শার্দূলের বাগদানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনরা
![মিতালি-শার্দূলের বাগদানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনরা Happy Birthday Shardul Thakur](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/16/498332-8.png)
মিতালির সঙ্গে শার্দূলের প্রেম দীর্ঘ দিনের। সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ধরা দিয়েছেন দু'জন। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের চত্বরেই খুব ছিমছাম ভাবে বাগদান পর্বের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শার্দূল-মিতালি। সেখানে উপস্থিত ছিলেন শার্দূলদের কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনরা। উপস্থিত ছিলেন সস্ত্রীক ভারত অধিনায়াক রোহিত শর্মা। সব মিলিয়ে প্রায় ৭৫ জনকে আমন্ত্রণ জানান তাঁরা।
7/8
মিতালি-শার্দুল নেটপাড়ায় বেশ সক্রিয়
![মিতালি-শার্দুল নেটপাড়ায় বেশ সক্রিয় Happy Birthday Shardul Thakur](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/16/498331-2.png)
8/8
৩৩ বছরে পা দিলেন শার্দুল
![৩৩ বছরে পা দিলেন শার্দুল Happy Birthday Shardul Thakur](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/16/498330-7.png)
photos