আজ যে সব হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে

Apr 18, 2019, 09:22 AM IST
1/8

Raj

রাজ বব্বর- পশ্চিম উত্তর প্রদেশের ফতেপুর সিক্রি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ানো সে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বরের আজ ভাগ্য নির্ধারণ হতে চলেছে। মোরাদাবাদের পরিবর্তে এ বারে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির রাজ কুমার চাহার এবং দু’বারের বিধায়ক বিএসপি শ্রীভগবান শর্মা।

2/8

hema

হেমা মালিনি- ‘ড্রিম গার্ল’-র স্বপ্নপূরণ হবে কিনা আজ নির্ধারণ করবেন মথুরাবাসী। ওই কেন্দ্র থেকে। ২০১৪ সালে এই কেন্দ্র থেকেই জিতেছিলেন তিনি। আরএলডি-র নরেন্দ্র সিং এবং কংগ্রেসের মহেশ পাঠকের সঙ্গে লড়াই করছেন তিনি।

3/8

Kani

কানিমোঝি- তামিলনাড়ুর বিজেপি প্রেসিডেন্ট তামিলিসাই সুন্দররাজনের বিরুদ্ধে তুতিকোরিন লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন ডিএমকে-র কানিমোঝি। এর আগে ওই কেন্দ্রটি ছিল এআইডিএমকে-র।

4/8

karti

কার্তি চিদাম্বরম- শিবগঙ্গা লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরম। এক সময় ওই কেন্দ্র ছিল পি চিদাম্বরমের। ২০০৪ এবং ২০০৯ সালে ওই কেন্দ্র থেকে লড়েন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে ওই কেন্দ্রে দাঁড়িয়ে গোহারা হারতে কার্তিকে। এবারের কার্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির এইচ রাজা।

5/8

sadananda

সদানন্দ গৌড়া-  ২০০৪ সাল পর্যন্ত বেঙ্গালুরু নর্থ কেন্দ্রটি কার্যত কংগ্রেসের দখলে ছিল। এর পর থেকে আর দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস। ২০১৪ সালের মতো এবারে ওই কেন্দ্রে দাঁড়িয়েছেন বিজেপির সদানন্দ গৌড়া। কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন কৃষ্ণ বায়ার গৌড়া।

6/8

Sumalatha

সুমালতা অম্বরীশ এবং নিখিল কুমারস্বামী-কর্নাটকের মন্দায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কংগ্রেস-জেডিএস জোটের সঙ্গে বিজেপির। কর্নাটকের মুখ্যমন্ত্রীর পুত্র এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন প্রয়াত দক্ষিণী সুপারস্টার অম্বরীশের স্ত্রী সুমালতা।

7/8

Deepa

মহম্মদ সেলিম, দীপা দাসমুন্সি- পশ্চিমবঙ্গের রায়গঞ্জ কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সিপিএম-র বিদায়ী সাংসদ মহম্মদ সেলিম। তাঁর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি কংগ্রেসের দীপা দাসমুন্সি। বিজেপিও এই কেন্দ্রে ফ্যাক্টর। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন দেবশ্রী চৌধুরী।

8/8

Sushil

সুশীল কুমার সিন্ধে- মহারাষ্ট্রের সোলাপুর কেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের প্রার্থী সুশীল কুমার সিন্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির জয়সিদ্ধেশ্বর স্বামী।