তন্ময় প্রামাণিক: করোনা আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসায় প্লাজমা থেরাপির পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই মতো তাঁর শরীরে প্রয়োগ করা হয়েছে বলে খবর।
2/5
শনিবার তাঁর শরীরে কনভালসেন্ট প্লাজমা প্রয়োগ করা হয়েছে বলে হাসপাতালের একটি সূত্রের খবর।
photos
TRENDING NOW
3/5
শনিবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিটিস্ক্যান করা হয়। তাঁর বুকে তেমন কিছু মেলেনি।
4/5
সৌমিত্রর অস্থিরতা এখন চিকিৎসকদের মাথাব্যথার কারণ। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় 'করোনা এনসেফ্যালোপ্যাথি'। রোগী অসম্ভব উত্তেজিত হয়ে পড়েন।
5/5
সৌমিত্রবাবুর মস্তিষ্কের এমআরআই দ্রুত করানো জরুরি। কিন্তু 'এজিটেটেড' থাকার কারণে তা সম্ভব হচ্ছে না। দিনে ১০ লিটার অক্সিজেন লাগছে তাঁর।