Puja Special Train | Durga Puja Special: পুজোর সময়ে হাওড়া শিয়ালদহ থেকে কত রাত পর্যন্ত চলবে লোকাল ট্রেন? রইল আপডেট...
Durga Puja Special Train: পুজোর সময়ে ঠাকুর দেখে বাড়ি ফিরতে অনেকেই অসুবিধার মধ্যে পড়েন। একে তো অনেকটা রাত হয়ে যায়। তার উপর মেলে না ট্রেন। এবারেও কি তাই হবে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর সময়ে ঠাকুর দেখে বাড়ি ফিরতে অনেকেই খুব অসুবিধার মধ্যে পড়েন। একে তো অনেকটা রাত হয়ে যায়। তার উপর মেলে না ট্রেন। প্রতিবারই এই সব অসুবিধায় পড়ে পুজোর আনন্দ শেষে ম্লান হয়ে যায় মফসসল-শহরতলি, গ্রাম-গঞ্জের অনেকেরই। সেকথা মাথায় রেখে কিছু জরুরি সিদ্ধান্ত নিল রেল।
1/6
গভীর রাতে ট্রেন
![গভীর রাতে ট্রেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/02/495597-train-1.png)
2/6
বাড়তি কাউন্টার ও কর্মী
![বাড়তি কাউন্টার ও কর্মী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/02/495596-train-2.png)
সেই সঙ্গে বড় রেল স্টেশনগুলিতে খোলা হবে বাড়তি কাউন্টার। অতিরিক্ত ভিড়ের মধ্যে টিকিট কাটতে যাত্রীদের যাতে লম্বা লাইন না দিতে হয় সেই কারণেই অতিরিক্ত কাউন্টার খোলার এই সিদ্ধান্ত। হাওড়ায় এখন সব মিলিয়ে ২৪টি কাউন্টার খোলা থাকে। পুজোর সময় মোট ৩০টি কাউন্টার খোলা থাকবে। শুধু তাই নয়, প্রত্যেক স্টেশনে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন থাকবে। এছাড়া পুজোর দিনগুলিতে যাত্রীদের টিকিট কাটতে সাহায্য করার জন্য স্টেশনগুলিতে বিকেল থেকে রাত পর্যন্ত কর্মীরা থাকবেন।
photos
TRENDING NOW
3/6
পণ্যবাহী ট্রলি
![পণ্যবাহী ট্রলি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/02/495595-train-3.png)
4/6
হাওড়ায়
![হাওড়ায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/02/495594-train-4-hwh.png)
5/6
শিয়ালদহে
![শিয়ালদহে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/02/495593-train-5-seal.png)
6/6
মেডিক্যাল বুথ, পুজো স্পেশাল মেনু, অতিরিক্ত আরপিএফ
![মেডিক্যাল বুথ, পুজো স্পেশাল মেনু, অতিরিক্ত আরপিএফ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/02/495592-train-6.png)
photos