৮০০ বছর পর জেগে উঠেছে আগ্নেয়গিরি, একেবারে কাছ থেকে ক্যামেরাবন্দি ভয়ংকর সুন্দর দৃশ্য
Mar 23, 2021, 11:27 AM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: ৮০০ বছর পর হঠাৎই জেগে উঠেছে আগ্নেয়গিরি। পর্যটকের মাঝে সেই অগ্নুৎপাতের ভিডিওকে ক্যামেরাবন্দি করা হয়েছে। যা এখন ভাইরাল নেটপাড়ায়। টগবগ করে ফুটছে লাভা। ছিটকে এসে পড়ছে গনগনে লাল সেই লাভা।
2/6
তবে ভয়ঙ্কর সুন্দর সেই অগ্নুৎপাতের ভিডিও। ড্রোনের মাধ্যমে তোলা হয়েছে সেই মুহূর্ত। ইউটিউবার বর্ন স্টেনবেক (Bjorn Steinbekk) শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
photos
TRENDING NOW
3/6
একেবারে আগ্নেয় গিরির মুখে গিয়ে টগবগে ফুটতে থাকা লাভার ছবি তুলেছে ড্রোন। ওয়াকিবহালমহল জানাচ্ছে, এত কাছে গিয়ে ঘটনাক্রমের ভিডিও আগে কখনও তোলা হয়নি।
4/6
এটি আইসল্যান্ডের ফ্যাগ্রাডালসফল (Fagradalsfjall) আগ্নেয়গিরি। আইসল্যান্ডের রাজধানী রেইকাজিক থেকে কিছুটা দূরে অবস্থিত এই আগ্নেয়গিরিটিতে সম্প্রতি অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। তারপর থেকে অনবরত লাল উজ্জ্বল লাভা উদগিরণ করে চলেছে।
5/6
এলাকার আকাশ লাল বর্ণে রাঙিয়ে উঠছে। আগ্নেয়গিরির কাছে কোনও লোকালয় নেই তাই ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
6/6
ইউরোপের মধ্যে আইসল্যান্ডেই একাধিক জাগ্রত আগ্নেয়গিরি রয়েছে। প্রতি বছরই কোনও না কোনও আগ্নেয়গিরি জেগে ওঠে। ভুমিকম্পের মুখে পড়ে স্থানীয় এলাকা।