চাকরির খবর: ইঞ্জিনিয়ার নিয়োগ, পঁয়ত্রিশ হাজার থেকে লাখ টাকার বেতন
অনলাইনে পেমেন্ট করতে পারবেন ১ নভেম্বর পর্যন্ত। অফলাইন চালান পাঠাতে পারবেন ৩ নভেম্বর পর্যন্ত।
1/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/04/278607-tpaq2emh-cat-exam.jpg)
নিজস্ব প্রতিবেদন : SSC JE 2020: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) সিভিল, ইলেক্ট্রিকাল, মেকানিকাল এবং পরিমাণ জরিপকরণ পদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের আবেদন জানিয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রার্থীরা সময়সীমার মধ্যে ssc.nic.in এ আবেদন করতে পারবেন। অনলাইনে পেমেন্ট করতে পারবেন ১ নভেম্বর পর্যন্ত। অফলাইন চালান পাঠাতে পারবেন ৩ নভেম্বর পর্যন্ত।
2/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/04/278606-ssc-xam.jpg)
চাকরীর জন্য যোগ্য হওয়ার জন্য, আবেদনকারীদের ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত নির্ধারিত কম্পিউটার-ভিত্তিক একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যাঁরা এই পরীক্ষা পাশ করবেন তাঁরা দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবেন। সেই পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয়নি। চাকরি পাওয়ার পর যোগ্যতা অনুযায়ী বেতন থাকবে ৩৫,৪০০ টাকা - ১,১২,৪০০ টাকার মধ্যে।
photos
TRENDING NOW
3/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/04/278604-fe-upsc1.jpg)
4/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/04/278603-exam-date-2.jpg)
5/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/04/278602-exam-age.jpg)
photos