মোদীর মেক-ইন-ইন্ডিয়ার সাফল্য! ট্রেন-১৮ কিনতে বিদেশ থেকে আবেদন পেল ভারতীয় রেল

Jan 19, 2019, 12:14 PM IST
1/5

ট্রেন-১৮

মোদীর মেক-ইন-ইন্ডিয়ার সাফল্য! ট্রেন-১৮ কিনতে বিদেশ থেকে আবেদন পেল ভারতীয় রেল

ট্রেন-১৮। ভারতের দ্রুতগামী ট্রেন। যাকে ভারতীয় মডেলের বুলেট ট্রেন বলা হচ্ছে।

2/5

চেন্নাইয়ে তৈরি

মোদীর মেক-ইন-ইন্ডিয়ার সাফল্য! ট্রেন-১৮ কিনতে বিদেশ থেকে আবেদন পেল ভারতীয় রেল

চেন্নাইয়ে তৈরি হওয়া এই ট্রেনটির ট্রায়াল রান হলেও এখনও তা চলাচল শুরু করেনি।

3/5

আগ্রহ বিদেশে

মোদীর মেক-ইন-ইন্ডিয়ার সাফল্য! ট্রেন-১৮ কিনতে বিদেশ থেকে আবেদন পেল ভারতীয় রেল

তার আগেই এই ট্রেনটি সম্বন্ধে বিদেশেও আগ্রহ তৈরি হয়েছে। ভারতীয় রেলের কাছে এই ট্রেন কিনতে চেয়ে ইতিমধ্যেই আবেদন জনা পড়েছে বলে খবর।

4/5

কিনতে আবেদন

মোদীর মেক-ইন-ইন্ডিয়ার সাফল্য! ট্রেন-১৮ কিনতে বিদেশ থেকে আবেদন পেল ভারতীয় রেল

অল ইন্ডিয়া রেডিও-র খবর অনুযায়ী, ইতিমধ্যেই ট্রেন-১৮ কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া, পেরু, সিঙ্গাপুর ও মালেশিয়া।

5/5

১০০ কোটির ট্রেন

মোদীর মেক-ইন-ইন্ডিয়ার সাফল্য! ট্রেন-১৮ কিনতে বিদেশ থেকে আবেদন পেল ভারতীয় রেল

অল ইন্ডিয়া রেডিও-কে বিষয়টি জানিয়েছেন রেল বোর্ডের সদস্য রাজেশ আগরওয়াল। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি এই ট্রেনটির নির্মাণ খরচ ১০০ কোটি টাকা। কিন্তু আন্তর্জাতিক বাজারে এর মূল্য ২৫০ কোটি টাকা।