হাইটেনশন তার থেকেই বিপত্তি, জল খেতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতির মৃত্যু

Nov 30, 2020, 12:22 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ফের হাতি মৃত্যুতে চাঞ্চল্য। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার নিশ্চিন্তা জঙ্গলে লেপসি বাঁধের পাশেই হাতিটির মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে হাতিটির।

2/5

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়  বনকর্মী ও পুলিস আধিকারিকরা। যদিও প্রশাসনিক সূত্রে হাতির মৃত্যুর কোনও কারণ এখনও জানানো হয়নি।

3/5

স্থানীয় সূত্রে খবর, ঝাড়গ্রাম জেলার সাকরাইল থানার নিশ্চিন্তা জঙ্গলে আজ ভোরবেলায় চারটে হাতি ঢোকে। এই চত্বরে রয়েছে লেপসি বাঁধ। আর তার পাশ দিয়েই চলে গিয়েছে হাই টেনশন তার।

4/5

স্থানীয় মানুষের বক্তব্য একটি গাজ সেই হাই টেনশনের তারে লেগেছিল। সেই গাছটির সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হাতিটির।

5/5

এর আগেও হাতি নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। তবে কোনও সুরাহা হয়নি বলেই অভিযোগ তাঁদের। ঘটনায় ফের বনকর্মীদের দিকে আঙুল তুলছেন এলাকার বাসিন্দারা।