সোমনাথের শেষ যাত্রাপথ, দেখুন ছবিতে

Aug 13, 2018, 16:04 PM IST
1/8

PIC 8

সোমবার সকাল ৮টা নাগাদ দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের।

2/8

PIC 7

খবর পাওয়ার পর তড়িঘড়ি ওই হাসপাতালে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে বেলা ১১টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সোমনাথবাবুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে।

3/8

PIC 6

 হাসপাতাল থেকে দুপুর দেড়টা নাগাদ সোমনাথবাবুর দেহ নিয়ে শোভাযাত্রা রওনা হয়।

4/8

PIC 5

সেখান থেকে তা যায় কলকাতা হাইকোর্টে। সেখানে প্রায় মিনিট পঁয়তাল্লিশ মরদেহ শায়িত থাকে।

5/8

PIC 4

এর পর সোমনাথবাবুর মরদেহ রাখা হয় বিধানসভা ভবনে। সেখানেই তাঁকে গান স্যালুট দেওয়া হয়।

6/8

PIC 3

বিধানসভা ভবনে সোমনাথ চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

7/8

PIC 2

বিধানসভা থেকে সোমনাথবাবুর মরদেহ নিয়ে শোভাযাত্রা যায় রাজা বসন্ত রায় রোডে তাঁর বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী।

8/8

PIC 1

বাসভবন থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। দেহ দানের প্রক্রিয়া সেখানেই সম্পন্ন হবে।