'মার খেয়ে, মেকআপ রুমে লুকিয়ে কেঁদেছি', সম্পর্ক নিয়ে বিস্ফোরক টিনা দত্ত

Oct 01, 2019, 12:29 PM IST
1/10

নিজের সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন টিনা দত্ত 

2/10

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্ত বলেন, খুব ছোট বয়সে সম্পর্কে জড়ান তিনি কিন্তু বুঝতে পারেননি, এই সম্পর্ক তাঁকে এতটা কষ্ট দেবে 

3/10

টিনা বলেন, যে বয়সে তিনি সম্পর্কে জড়ান, তখন এর পরিণতি কী হবে বুঝতে পারেননি 

4/10

সম্পর্কে থাকাকালীন যদি কোনও ব্যক্তি আপনার গায়ে হাত তোলে, তাহলে বুঝতে হবে তিনি আপনার জন্য উপযুক্ত নন। যদিও সবকিছু জেনে বুঝেও তিনি বিষয়টি নিয়ে কিছুই করতে পারেননি। ফলে মার খেয়ে মেকআপ রুমের ভিতর ঢুকে দিনের পর দিন কেঁদেছেন বলেও জানান টিনা

5/10

অভিনেত্রী আরও বলেন, দিনের পর দিন মানসিক অত্যাচার সহ্য করে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারতেন কিন্তু অত ছোট বয়সে এসব বিষয়ে তাঁর মাথায় কিছু আসেনি বলেও জানান টিনা 

6/10

যদিও কার সঙ্গে সম্পর্কে জড়ান টিনা দত্ত, সে বিষয়ে মুখ খোলেননি বাঙালি অভিনেত্রী

7/10

প্রথম সম্পর্কে দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করার পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি 

8/10

প্রথম সম্পর্কে থেকে বেরনোর পর সম্প্রতি নতুন সম্পর্কে জড়ান টিনা

9/10

এ বিষয়ে 'উত্তরণ' অভিনেত্রী বলেন, বর্তমান ভালবাসার মানুষ তাঁর উপযুক্ত এবং তিনি তাঁকে যথেষ্ঠ ভালভাবে বোঝেন 

10/10

প্রথম সম্পর্কের তিক্ত অভিজ্ঞতার পর দ্বিতীয় সম্পর্ক নিয়ে তিনি যথেষ্ঠ আশাবাদী বলে জানান টিনা দত্ত