Weather Update: আজ কম থাকবে বৃষ্টিপাত, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

Jun 21, 2021, 10:26 AM IST
1/5

নিজস্ব প্রতিবদন: আজ শহর কলকাতায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কাল থেকে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । তবে, আজ ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলা গুলিতে।

2/5

আষাঢ়ের ভারী বৃষ্টিতে থইথই করছে রাস্তাঘাট। জলর স্তর বেড়ে যাওয়ায় খোলা হয়েছে মাইথন ও পাঞ্চেত বাঁধের গেট। আজ বৃষ্টিপাত না হলেও , কলকাতা ও শহরতলিতে মেঘলা আকাশ থাকবে । মাঝে মাঝে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জুড়ে। 

3/5

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩.৮ মিলিমিটার।

4/5

বৃহস্পতিবার পর্যন্ত  উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার. কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

5/5

জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবে চলছে বিপুল বৃষ্টিপাত। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।