স্টিফেন হকিংয়ের ১০ উক্তি, জীবনের লড়াইকে উদ্যম দেবে আপনাকে

তাঁর কৃষ্ণগহ্বর তত্ত্ব শোরগোল ফেলে দিয়েছিল দুনিয়াজুড়ে। মহাকাশ পদার্থবিদ্যায় নতুন দ্বার খুলেছে তাঁর গবেষণা। প্রয়াত স্টিফেন হকিংকে তাই নানা ভাবে স্মরণ করছে বিশ্ব। আযৌবন জটিল স্নায়ুর রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। তবু জীবনের প্রতি তাঁর উদ্যম ছিল চরম। সঙ্গে ছিল সর্বজনবিদিত রসবোধ। পড়ুন স্টিফের হকিংয়ের কালজয়ী কয়েকটি উক্তি...

Mar 14, 2018, 12:44 PM IST

ওয়েব ডেস্ক: তাঁর কৃষ্ণগহ্বর তত্ত্ব শোরগোল ফেলে দিয়েছিল দুনিয়াজুড়ে। মহাকাশ পদার্থবিদ্যায় নতুন দ্বার খুলেছে তাঁর গবেষণা। প্রয়াত স্টিফেন হকিংকে তাই নানা ভাবে স্মরণ করছে বিশ্ব। আযৌবন জটিল স্নায়ুর রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। তবু জীবনের প্রতি তাঁর উদ্যম ছিল চরম। সঙ্গে ছিল সর্বজনবিদিত রসবোধ। পড়ুন স্টিফের হকিংয়ের কালজয়ী কয়েকটি উক্তি...

1/10

১. কেউ যদি বলে আপনি ভুল করেছেন তাঁকে বলবেন, ভুল করা দরকারি। ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকব না।   

2/10

২. জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়।

3/10

৩. যে সমস্ত মানুষরা ভবিতব্যে বিশ্বাস করেন তাঁরাই রাস্তা পার করার সময় বারবার দু'দিকে তাকান।  

4/10

৪. আমি এখনো বড় হইনি। আমি এখনো প্রশ্ন করতেই থাকি। 

5/10

৫. যাঁরা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন, তাঁরা আসলে হেরে গিয়েছেন।

6/10

৬. আপনার শারীরিক বাধা কখনো ভাল কাজে বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না। কাজ করার উদ্যমে বৈকল্য থাকা সব থেকে খারাপ।

7/10

৭. গত ৪৯ বছর নিয়ে আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে। তাই আমি আর মরতে ভয় পাই না। তবে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে।

8/10

৮. মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও। কাজ করতে থাকো। কারণ কাজই জীবনে প্রাসঙ্গিক করে তোলে। আর যদি কপাল করে জীবনে ভালবাসা পাও কখনো থাকে ছুঁড়ে ফেল না। 

9/10

৯. মানুষ কথা বলেই সব থেকে বেশি সাফল্য লাভ করে। মানুষের ব্যর্থতার কারণও এই আলাপচারিতা। তবে কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত।

10/10

১০. রাগ মানুষের সব থেকে বড় শত্রু। সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ।