Train Accident: বিকট শব্দ... লোকজন ছুটে এসে দেখল রেললাইনে... ফের যাত্রী সুরক্ষা নিয়ে বিরাট প্রশ্ন!

Goods train derail: বার বার এভাবে ট্রেন দুর্ঘটনার কারণে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছেই।

Sep 24, 2024, 13:45 PM IST
1/7

ফের লাইনচ্যুত মালগাড়ি!

Train Accident

প্রদ্যুত্‍ দাস: সাতসকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে বেদগাড়া স্টেশনের লাইনচ্যুত বিশাল মালগাড়ি। আর তাতেই যাত্রী দুর্ভোগের চূড়ান্ত। বেশ কয়েক ঘন্টা লেটে চলছে ট্রেন।  

2/7

ফের লাইনচ্যুত মালগাড়ি!

Train Accident

হঠাৎই বিকট করে শব্দ হয়। স্থানীয়রা ছুটে এসে দেখেন মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। খবর পেয়েই তৎক্ষণাত্‍ ছুটে আসেন রেলের আধিকারিক থেকে রেলকর্মীরা।   

3/7

ফের লাইনচ্যুত মালগাড়ি!

Train Accident

দুর্ঘটনার জেরে জলপাইগুড়ির রানিনগর সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। দাঁড়িয়ে পড়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে কামরূপ এক্সপ্রেসও।   

4/7

ফের লাইনচ্যুত মালগাড়ি!

Train Accident

ভোর ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেই থেকে ব্যাহত ট্রেন চলাচল। দীর্ঘক্ষণ জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়িয়ে থাকার পর কামরূপ এক্সপ্রেস মাথাভাঙা রুটে বেরিয়ে যায়।   

5/7

ফের লাইনচ্যুত মালগাড়ি!

Train Accident

জলপাইগুড়ি রোড স্টেশন,  রানিনগর স্টেশন সহ সব স্টেশনেই দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে। যাত্রীরা প্ল্যাটফর্মে অপেক্ষারত।   

6/7

ফের লাইনচ্যুত মালগাড়ি!

Train Accident

জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ময়নাগুড়ি রোড হয়ে মাথাভাঙা লাইনে ঘুরপথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে রেল।   

7/7

ফের লাইনচ্যুত মালগাড়ি!

Train Accident

এখন বার বার এভাবে ট্রেন দুর্ঘটনার কারণে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছেই। দুর্ভোগে পড়ে যাত্রীরা কেউ কেউ বাসে-গাড়িতে করেও গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।