Rubel-Sweta Wedding: জানুয়ারিতেই বিয়ে, আমন্ত্রণপত্রে শ্বেতার সিঁথিতে সিঁদুর রুবেলের! ভাইরাল কার্ড...

Rubel-Sweta Marriage: বিয়ে করতে চলেছেন ছোটপর্দার দুই তারকা রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। এই জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। তার আগে ভাইরাল তাঁদের বিয়ের নিমন্ত্রণপর্ব। 

Jan 07, 2025, 21:09 PM IST
1/8

রুবেল-শ্বেতার বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে করতে চলেছেন টেলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। 

2/8

রুবেল-শ্বেতার বিয়ে

জি বাংলার 'যমুনা ঢাকি'র সেট থেকে প্রেম শুরু রুবেল-শ্বেতার। 

3/8

রুবেল-শ্বেতার বিয়ে

১৯ জানুয়ারি চার হাত এক হতে চলেছে রুবেল-শ্বেতার। 

4/8

রুবেল-শ্বেতার বিয়ে

ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু। প্রি ওয়েডিং ফটোশ্যুটও চলছে জমিয়ে। 

5/8

রুবেল-শ্বেতার বিয়ে

সম্প্রতি আইবুড়োভাতের ছবি শেয়ার করেছিলেন তাঁরা। 

6/8

রুবেল-শ্বেতার বিয়ে

ইতোমধ্যে ভাইরাল বিয়ের কার্ডও। সিঁদুর দানের মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে কার্ডে। সেখানে দেখা যায়, শ্বেতার সিঁথি রাঙিয়ে দিচ্ছেন রুবেল। কার্ডে লেখা, ‘শুভ পরিণয় রুবেল ও শ্বেতা।’

7/8

রুবেল-শ্বেতার বিয়ে

লাল রঙের আমন্ত্রণ পত্রের উপর লেখা 'বিয়ের গল্প কথা'। পত্রটির ভিতরে রুবেল ও শ্বেতার ছবি। 'যমুনা ঢাকি'তে সিঁদুর দানের মুহূর্তেই আমন্ত্রণ পত্রে ফুটিয়ে তুলেছেন তাঁরা। 

8/8

রুবেল-শ্বেতার বিয়ে

ডিসেম্বর মাসেই আর্শীবাদ পর্ব সেরে ফেলেছেন দুজনে। এবার ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা।