Shubman Gill Linked With Ridhima Pandit: রূপের ইয়র্কারের সঙ্গে লাস্যের দুসরা, নায়িকাই নিলেন শুভমনের উইকেট! কে এই বলি-সুন্দরী?
Shubman Gill Linked With Ridhima Pandit: খবরে শুভমন গিল ও ঋদ্ধিমা পণ্ডিত, কী চলছে ক্রিকেটার ও অভিনেত্রীর জীবনে...
1/5
শুভমন গিলের সঙ্গে জুড়ল ঋদ্ধিমা পণ্ডিতের নাম
শুভমন গিল অস্ট্রেলিয়ায় গিয়ে একেবারেই ছাপ রাখতে পারেননি। ৫ ইনিংসে শুভমনের রান যথাক্রমে ৩১, ২৮, ১, ২০, ১৩ ও ৫! দীর্ঘ সময় ধরে ভারতীয় টিম ম্যানেজমেন্টের আস্থাভাজন হয়েও গড়পড়তার নীচেই রয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটের আগামীর তারকা হিসেবেই তাঁকে দেখা হচ্ছিল, তবে এখন প্রাক্তনরা প্রশ্ন তুলেছেন শুভমনকে নিয়ে, শুভমন রানে থাকুন বা না থাকুন তাঁকে নিয়ে বাজারে খবরের অভাব নেই। নায়িকাদের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে এখন নতুন নাম জুড়েছে। তিনি ঋদ্ধিমা পণ্ডিত।
2/5
শুভমনের অতীতের সম্পর্ক
গুজরাত টাইটান্সের অধিনায়ক ও টিম ইন্ডিয়ার ওপেনার নিঃসন্দেহে রঙিন মানুষ। পঞ্জাব পুত্তরের প্রেম পর্ব বেশ চর্চিত। অতীতে সচিন তেন্ডুলকরের মেয়ে সারা আলি খানের সঙ্গে তাঁর নাম বহুবার জড়িয়েছে। অনেকেই মনে করতেন যে, শুভমন গোপনে প্রেম করেছেন সারার সঙ্গে। এমনকী সইফ আলি খানের মেয়ে ও বলি নায়িকা সারা আলি খানের নামও জড়িয়েছিল শুভমনের সঙ্গে। তবে এবার নাকি শুভমন খুঁজে পেয়েছেন তাঁর মনের মানুষকে। সিনে ইন্ডাস্ট্রির চেনা মুখের সঙ্গেই জুড়েছে ভারতীয় দলের প্রতিভাবান ওপেনারের নাম।
photos
TRENDING NOW
3/5
কে এই ঋদ্ধিমা পণ্ডিত?
Bahu Humari Rajni Kant -এ রোবট রজনীর ভূমিকায় অভিনয় করে প্রচারে আসেন ঋদ্ধিমা । Khatron Ke Khiladi -র নবম সংস্করণে দ্বিতীয় রানার্সও হয়েছেন তিনি। ঋদ্ধিমাকে পাওয়া গিয়েছে Bigg Boss OTT-তে। Dance Plus with Raghav Juyal দেখেছে বলি নায়িকাকে। ঋদ্ধিমা একদিকে যেমন অভিনেত্রী, তেমনই মডেল ও টেলিভিশন সঞ্চালিকাও। সুন্দরী লাস্যময়ীর ইনস্টাগ্রামে ২.৩ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। গতবছর ঋদ্ধিমাকে নেটফ্লিক্সের ছবি Sikandar Ka Muqaddar-এ প্রিয়ার চরিত্রেও পাওয়া গিয়েছে।
4/5
শুভমনের সঙ্গে সম্পর্ক নিয়ে ঋদ্ধিমা...
গতবছর টি-২০ বিশ্বকাপের আগে থেকে শোনা যাচ্ছিল নাকি শুভমনের সঙ্গে ঋদ্ধিমার বিয়ে শুধু সময়ের অপেক্ষা। সেই প্রসঙ্গে নায়িকা বলেছিলেন, 'আমি ঘুম থেকে উঠেই একাধিক সাংবাদিকের ফোন পেয়েছি আমার বিয়ের খবর নিয়ে। কিন্তু আমি বিয়ের পিঁড়িতে বসছি না। যদি এরকম গুরুত্বপূর্ণ কিছু আমার জীবনে ঘটে, আমি নিজে থেকে সেই খবর দেব সকলকে। এই খবর একেবারে ভিত্তিহীন।' ঋদ্ধিমা এও জানিয়েছিলেন যে, তিনি কখনও শুভমনকে সামনাসামনি দেখেনওনি।
5/5
ঋদ্ধিমা কিন্তু যদিও পরে ১৮০ ডিগ্রি ঘুরেই গিয়েছিলেন
ফিল্মিজ্ঞানকে দেওয়া সাক্ষাত্কারে ঋদ্ধিমা বলেছিলেন, 'আমি শুভমনের সঙ্গে ডেট করছি না। প্রথমত, আমি শুভমনকে চিনিও না। তবে জানি যে, ও অসাধারণ স্পোর্টস পার্সন। কিন্তু আমি চিনি না। তবে যদি কখনও ওঁর সঙ্গে দেখা হয়, তাহলে এই বিষয়টি নিয়ে আমরা হাসাহাসি করব। আমার মনে হয় ও ভীষণ ভীষণ কিউট একজন মানুষ। তবে দুর্ঘটনাক্রমে আমাদের ভিতর কিছুই চলছে না।' এখন দেখার শুভমন-ঋদ্ধিমার পরবর্তী আপডেট কী আসে!
photos