EXPLAINED | Virat Kohli Controversy: অজিভূমে বিরাট বিতর্কে কিং; শেষে ডিলিট করাতে হল ছবি-ভিডিয়ো! তবে মহিলার সঙ্গে কী...
Virat Kohli Argument With Female Reporter: মেলবোর্ন বিমানবন্দরে মহিলা সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডা! বিতর্কের আগুন দাবানলের মতো জ্বলছে অজিভূম...
1/5
কোহলি জড়ালেন বিরাট বিতর্কে...
বরাবরই বিরাট কোহলির পয়মন্ত দেশ অস্ট্রেলিয়া। তিনি পারথে দুর্দান্ত শতরান করেছেন ঠিকই, কিন্তু তারপর থেকে তার ব্যাট নীরবই রয়েছে। বিরাটের অবসর নিয়েও বিস্তর চর্চা চলছে। এসবের মাঝেই অজি মহিলা সাংবাদিক ন্য়াট ইওয়ানিডিসের সঙ্গে মেলবোর্ন বিমানবন্দরে ঝামেলায় জড়িয়েছেন কোহলি! যা নিয়ে সেই দেশে দাবানলের মতো জ্বলছে বিতর্ক।
2/5
বিরাটের সঙ্গে ঠিক কী নিয়ে মহিলা সাংবাদিকের ঝামেলা?
গত সপ্তাহের ঘটনা। স্ত্রী অনুষ্কা শর্মা ও দুই সন্তান ভামিকা-আকায়াকে নিয়ে বিরাট ব্রিসবেন থেকে মেলবোর্নে এসেছিলেন। ভারত-অস্ট্রেলিয়া চলতি পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট হবে এখানে। যা শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। বিরাট বিমানবন্দরে পা রাখার পরেই, চ্য়ানেল সেভেনের সাংবাদিক ন্য়াট বিরাটের পরিবারের ছবিও তোলেন এবং ভিডিয়ো করেন। একথা সকলেরই জানা যে, বিরাট প্রথম থেকেই তাঁর সন্তানদের নিরাপত্তা সুনিশ্চিত করে, তাঁদের মুখ মিডিয়াকে দেখায় না। বিরাটরা সন্তানদের মুখ ঢেকেই রাখেন। বা যতটা সম্ভব লুকিয়ে রাখেন।
photos
TRENDING NOW
3/5
কোহলি বনাম ইওয়ানিডিস!
বিরাট অতীতে ভারতীয় সাংবাদিকদেরও তাঁর ছেলে এবং মেয়ের ছবি তোলা এবং ভিডিয়ো করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন। তবে অস্ট্রেলিয়ায় বিরাটের নিয়ম প্রযোজ্য নয়। কারণ সেখানে সাংবাদিকরা সেলিব্রিটিদের ছবি তুলতেও পারেন এবং ভিডিয়ো করতে পারেন। সে তিনি রাজনীতিবিদ হন বা স্পোর্টস তারকা। বিরাট তাঁর বাচ্চাদের তোলা ন্য়াটের ছবি এবং ভিডিও মুছে ফেলার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু ন্য়াটকে বলেছিলেন যে, বিরাটের একার ছবি রেখে দেওয়ার জন্য়। বিরাটকে ওই সাংবাদিকের সঙ্গে হাত মেলাতেও দেখা গিয়েছে, দেখে বোঝাই গিয়েছিল, যে ন্যাট সেই সকল ছবি এবং ভিডিয়ো ডিলিট করে দিয়েছেন।
4/5
বিরাট বিতর্কের আগুনে ঘি ঢাললেন আরেক সাংবাদিক
বিরাট ও মহিলা সাংবাদিকের বিতর্ক হয়তো ওখানেই থেমে যেতে পারত। কিন্তু নাইন স্পোর্টসের সাংবাদিক টনি জোন্স সেই বিতর্ককে টেনে এনে নতুন মোড় দিলেন! তিনি ডেইলে মেলে বলেছেন, 'বিরাট গ্লোবাল সুপারস্টার। ও বিমানবন্দরে পা রাখা মানেই মিডিয়ার সজায় থাকাই প্রত্য়াশিত। ন্যাট বিমানবন্দরে এক ক্যামেরাম্যানের সঙ্গে ছিলেন, আমরা প্রতিদিন যা করি তাঁরাও সেটাই করছিলেন, বিমানবন্দরে আসা রাজনীতিবিদ হন বা ক্রীড়া ব্য়ক্তিত্ব। ফোকাস তাঁর দিকেই থাকবে, বিরাট রেগে গিয়েছিলেন যেহেতু ক্য়ামেরা তাঁর দিকে ছিল বিরাট! তিনি মহিলাকে ভর্ৎসনা করেছেন ও মস্তানি করেছেন।'
5/5
কোহলির ঘটনায় যা যা প্রতিক্রিয়া আসছে...
কোহলির এই ঘটনায় মানুষ দু'রকমের প্রতিক্রিয়া দিয়েছে। কোহলি ভক্তদের যুক্তি, পরিবারের গোপনীয়তা রক্ষা করতে চাওয়া যে কোনও পিতামাতার জন্য স্বাভাবিক প্রবৃত্তি। অন্যদিকে, সমালোচকদের যুক্তি, কোহলির আচরণ মোটেই প্রত্যাশিত ছিল না। বিশেষ করে বিমানবন্দরের প্রেক্ষাপট বিবেচনা করে। যেখানে সাংবাদিকরা নিয়মিতভাবে ছবি এবং ভিডিয়ো তোলেন। কারোর মতে কোহলি বাড়াবাড়িই করেছেন।
photos