WT20: দুর্বল স্কটল্যান্ডকে ওড়াতে Ravichandran Ashwin-এর সঙ্গে জুড়তে পারেন Varun Chakravarthy
নিজেদের জয় ছাড়াও নামিবিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের হারের অপেক্ষায় ভারতীয় দল।
সব্যসাচী বাগচী: জোড়া বিপর্যয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্ব থেকেই ভারতের বিদায়ঘণ্টা কানের পাশে বেজেই যাচ্ছে। ঠিক এমন অবস্থায় এসেছে নেট রানরেট ভাল করে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৬ রানে জয়। কিন্তু এরপরেও বিরাট কোহলির ড্রেসিংরুমে স্বস্তির ছিটেফোঁটা নেই। তবে শেষ চারে যাওয়ার হাতছানি একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। অন্যের ভরসায় থাকতে হচ্ছে সর্বশক্তি ধর টিম ইন্ডিয়া। গত ম্যাচের মতো এ বারও বড় ব্যবধানে জিততে হবে। সেমিফাইনালে যাওয়ার এটাই একমাত্র ও শুধুমাত্র শর্ত নয়। ভারত চাইবে নিউজিল্যান্ড তাদের পরবর্তী দুই বিপক্ষ নামিবিয়া কিংবা আফগানিস্তানের মধ্যে যে কোনও একটা দলের কাছে হারুক। যদি নিউজিল্যান্ড এই দুই টিমের বিরুদ্ধে জিতে যায়, তাহলে কেন উইলিয়ামসনের দল পাকিস্তানের পর দ্বিতীয় টিম হিসাবে পৌঁছে যাবে সেমিফাইনালে। তবুও ভেন্টিলেশনে চলে যাওয়া শেষ মুহূর্ত পর্যন্ত মরিয়া হয়ে চেষ্টা করবেই। তাই ব্যাটে-বলে দুর্বল স্কটল্যান্ডের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুড়তে পারেন বরুণ চক্রবর্তী। সেটা হলে সম্ভবত ডাগ অউটে বসতে পারেন শার্দূল ঠাকুর। এক নজরে দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ।
১) কে এল রাহুল
![১) কে এল রাহুল KL Rahul](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/05/353068-klrahulindia.jpg)
২) রোহিত শর্মা:
![২) রোহিত শর্মা: Rohit Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/05/353067-rohitsharmaindia.jpg)
কিউইদের বিরুদ্ধে ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে বাঁচিয়ে রাখার জন্য নাকি 'হিট ম্যান'কে ওপেনিং করানো হয়নি। টিম ম্যানেজমেন্ট থেকে এমন বয়ান দেওয়া হয়েছিল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে পছন্দের ওপেনিংয়ে ফিরে আসেন রোহিত। করেছিলেন বিস্ফোরক মেজাজে ৪৭ বলে ৭৪ রান। তাই রাহুলের সঙ্গে তিনিই যে ওপেন করবেন, সেটা নিয়ে বন্দুমাত্র সন্দেহ নেই।
TRENDING NOW
৩) বিরাট কোহলি:
![৩) বিরাট কোহলি: Virat Kohli](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/05/353065-viratkohliindia.jpg)
অধিনায়কত্বের চাপ তাঁর ব্যাটিংয়ে আগেই দেখা গিয়েছে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭ বলে ৯ রানের ইনিংসে সেটা বোঝা যাচ্ছে। গত ম্যাচে একটিও চার মারতে পারেননি কোহলি। যদিও পাকিস্তানের বিরুদ্ধে টপ অর্ডার ব্যর্থ হলেও 'কিং কোহলি' একা রুখে দাঁড়িয়েছিলেন। ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। রশিদ খানদের বিরুদ্ধে ব্যাট করেননি। তবে ফের একবার তাঁর ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে আসমুদ্র হিমাচল।
৪) সূর্য কুমার যাদব:
![৪) সূর্য কুমার যাদব: Surya Kumar Yadav](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/05/353064-suryayadavindia.jpg)
৫) ঋষভ পন্থ:
![৫) ঋষভ পন্থ: Rishabh Pant](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/05/353063-pantindia.jpg)
৬) রবীন্দ্র জাদেজা:
![৬) রবীন্দ্র জাদেজা: Ravindra Jadeja](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/05/353062-jadejaindia.jpg)
৭) হার্দিক পান্ডিয়া:
![৭) হার্দিক পান্ডিয়া: Hardik Pandya](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/05/353061-pandyaindia.jpg)
৮) বরুণ চক্রবর্তী:
![৮) বরুণ চক্রবর্তী: Varun Chakravarthy](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/05/353060-varunindia.jpg)
৯) রবিচন্দ্রন অশ্বিন:
![৯) রবিচন্দ্রন অশ্বিন: Ravichandran Ashwin](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/05/353056-ashwinindia.jpg)
১০) মহম্মদ শামি:
![১০) মহম্মদ শামি: Mohammed Shami](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/05/353055-shamiindia.jpg)
পাকিস্তানের বিরুদ্ধে ৩.৫ ওভারে ৪৩ রান দিয়ে কিছু মানুষদের কাছে কার্যত 'ভিলেন' বনে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে তাঁকে তীব্র অপমানিত করা হয়। এরপর কিউইদের বিরুদ্ধে নামার সাংবাদিক সম্মেলনে শামির পাশে এক শ্রেণির নেটিজেনদের 'মেরুদণ্ডহীন' বলেছিলেন ভারত অধিনায়ক। তবে শামির ফর্ম ফিরে আসেনি। সেই ম্যাচে মাত্র ১ ওভার বোলিং করে ১১ রান দিয়েছিলেন 'সহেসপুর এক্সপ্রেস'। তবে ৩২ রানে ৩ উইকেট নিয়ে আফগানদের ব্যাটিং ভেঙে দেন 'সহেসপুর এক্সপ্রেস'। এ বারও তাঁর দিকে তাকিয়ে রয়েছেন অধিনায়ক কোহলি।
১১) জসপ্রীত বুমরা:
![১১) জসপ্রীত বুমরা: Jasprit Bumrah](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/05/353054-bumrahindia.jpg)