New Town Accident: মর্মান্তিক পথদুর্ঘটনা। বাইকের বেপরোয়া গতিতে প্রাণ গেল তরুণীর।
1/6
নান্টু হাজরা: বেপরোয়া বাইকের গতিতে প্রাণ গেল এক তরুণীর। আহত আরও দুই।
2/6
ঘটনাটি ঘটে নিউটাউন শাপুরজি ব্রিজের কাছে। হেলমেট ছিল না বলে অভিযোগ।
photos
TRENDING NOW
3/6
পুলিস সূত্রে খবর, মাঝরাতে একটি বাইকে করে এক তরুণী-সহ দুই যুবক বেপরোয়া গতিতে বাইক করে সাপুরজি সিগন্যাল থেকে সাপুরজি আবাসনের দিকে যাচ্ছিল।
4/6
অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল বলে অভিযোগ।
5/6
সাপুরজি ব্রিজ থেকে নামার পরে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে যায় তিনজন।
6/6
তড়িঘড়ি টেকনোসিটি থানার পুলিস ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুজনের চিকিৎসা চলছে বলে পুলিস সূত্রে খবর।