1/13
2/13
কহো না প্যায়ার হ্যায়
কহো না প্যায়ার হ্যায় (২০০০)-- নায়ক হৃতিকের অভিষেক ছবি। এই সিনেমাটা ভারতীয় বাণ্যিজিক সিনেমার ইতিহাসে মাইলস্টোন। গোটা দেশে ঝড় তুলেছিল রোশন ক্যাম্পের এই ছবি। ২৬ বছরের হ্যান্ডসাম হৃতিককে দেখে দেশের মহিলারা বলতে শুরু করেছিল `কহো না প্যায়ার হ্যায়`। আর হূতিক দেখিয়েছিল বলিউডে খানেদরে দাপট শেষ করতে তিনি তৈরি।
3/13
কোই মিল গয়া
কোই মিল গয়া(২০০৩)। রোম্যান্টির বা অ্যাকশন হিরো নয়। কেরিয়ারের শুরুতেই সম্পূর্ণ নতুন ধাঁচের এক চরিত্রে অভিনয় করার সাহস দেখিয়েছিলেন হৃতিক। বলা যেতে পারে এই ছবি দেখেই এরকম বিশেষ চরিত্রে অভিনয়ের সাহস পেয়েছিলেন ভবিষ্যতের বহু অভিনেতা। অভিনয়ের অন্যতম মাইলস্টোন সেট করে হাসতে হাসতে তুলে নিয়েছিলেন বছরের সেরা অভিনেতার পুরস্কার। সমালোচকরাও বেছে নিয়েছিলেন তাঁকেই।
4/13
5/13
6/13
7/13
8/13
ফিজা
ফিজা (২০০০)-- বক্স অফিস বলছে হৃতিক রোশনের কেরিয়ারে হতাশার ছবি। কিন্তু ব্যর্থতা আসলে সাফল্যের ভিত এই কথাটা যদি মনেপ্রাণে মানেন তাহলে বলা হবে এই ছবিটা তাঁর কেরিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার মনোনয়ন পেযেছিলেন। `ফিজা`তে দর্শকরা ফিদা না হোন, কিন্তু এই `ফিজা`হৃতিকের পথকে আলো দেখিয়েছিল।
9/13
মিশন কাশ্মীর
মিশন কাশ্মীর(২০০০)। হৃতিকের জনপ্রিয়তা তখন মধ্যগগণে। বিধু বিনোদ চোপড়ার ব্যানারে এই ছবিটায় তাঁকে নিয়ে আশাটা ছিল গগণচুম্বি। কিন্তু মিশন কাশ্মীরের মিশনটা হৃতিকের কাছে ভাল যায়নি। তবে ক্যারেকটারে একটু অন্য ছোঁয়া থাকলেও তিনি সেটা অনায়াসে করতে পারেন সেটা প্রমাণ হল। এই ছবিটা দেখাল ব্যর্থ ছবির মাঝেও নিজেকে সফল প্রমাণ করার ক্ষমতা তাঁর আছে।
10/13
11/13
12/13